ঢাকা, সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
১ পৌষ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা, সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
১ পৌষ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিচ্ছেদ চাননি জেনিফার

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
বিচ্ছেদ চাননি জেনিফার
জেনিফার লোপেজ

নাটকীয়তায় ভরপুর জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। ঢেউয়ের মতো উত্থান-পতনের মধ্য দিয়ে এ নাটকীয়তা চলছে দীর্ঘ দুই যুগ ধরে। প্রথমে প্রেম, বাগদান ও ব্রেকআপ। পরে যে যার মতো করে জীবনের পথ বেছে নিয়েছেন।

একাধিক বিয়ে করেও সংসারে থিতু হতে পারেননি দুজনের কেউ-ই। দীর্ঘ ১৭ বছর পর ফের কাছাকাছি আসেন হলিউডের এই তারকা জুটি। ২০২২ সালে জমকালো আয়োজনে অবশেষে বিয়ে করেন। কিন্তু ভালোবাসা এবারও টিকল না।
দুই বছর যেতে না যেতেই পারস্পরিক সমঝোতায় সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা।

তবে জেনিফার লোপেজের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি মোটেও এই বিচ্ছেদ চাননি। সূত্রের দাবি, তিনি ডিভোর্স চাননি। কিন্তু তাঁর কাছে আর কোনো উপায় ছিল না।

বেনের সঙ্গে তাঁর সম্পর্কে কোনো উন্নতি হচ্ছিল না। এ নিয়ে হতাশায় ভুগছিলেন। তবে মুখ থুবড়ে পড়ে না গিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জেনিফার। এ জন্য নিজেকে সময় দিচ্ছেন তিনি।

২০ আগস্ট ডিভোর্সের আবেদন করেছেন জেনিফার।

যদিও এর আগে থেকেই বেনের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা হচ্ছিল। এর মধ্যে আবার তাঁর সর্বশেষ প্রকাশিত অ্যালবাম খুব একটা সাফল্য পায়নি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যয়ে পড়েছেন গায়িকা-অভিনেত্রী। ওই সূত্রের মতে, জীবনে অনেক কিছুই পেয়েছেন তিনি। বেনের সঙ্গে তাঁর অনেক সুন্দর স্মৃতি আছে। কিন্তু এখন তিনি নিজের ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলায় মনোযোগী হতে চান।

উল্লেখ্য, ২০০০ সালের প্রথম দিকে জেনিফার ও বেন সম্পর্কে জড়ান। এরপর তাঁরা বাগদানও সেরেছিলেন। তবে সেটা ভেঙে যায় ২০০৪ সালে। এরপর ক্রিস জাড ও মার্ক অ্যান্থনির সঙ্গে সংসার পেতেছিলেন জেনিফার। অন্যদিকে বেন অ্যাফ্লেক সংসার করেছিলেন জেনিফার গার্নারের সঙ্গে। সেসব অতীত ঠেলে প্রাক্তনের সঙ্গে সম্পর্ক মেরামত করে ২০২২-এ গাঁটছড়া বেঁধেছিলেন বেনিফার। সেটাও এখন অতীত।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে বিজয় দিবস

শেয়ার
টিভিতে বিজয় দিবস
নাটক ছবি কথা বলে [রাত ৯টা ৫ মিনিট, বিটিভি] : রচনা কাজী আসাদ, প্রযোজনা মামুন মাহমুদ। অভিনয়ে কাজী আসাদ, মোমেনা চৌধুরী, একে আজাদ সেতু, সালাহ খানম নাদিয়া, সাব্বির আহমেদ প্রমুখ।

টিভিতে বিজয় দিবস

নাটক তুমি আসবে বলে [রাত ৯টা ৩৫ মিনিট, চ্যানেল আই] : রচনা লিটু সাখাওয়াত, পরিচালনা সতীর্থ রহমান রুবেল। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, টাপুর, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।


টিভিতে বিজয় দিবস

সংগীতানুষ্ঠান বৈশাখীর সকালের গান [সকাল ৮টা ২০ মিনিট, বৈশাখী] : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দীর সঙ্গে গাইবেন রুমানা ইসলাম, প্রিয়াংকা বিশ্বাস, রাজীব, ঝিলিক প্রমুখ।


টিভিতে বিজয় দিবস

আলোচনা বিজয়ের উচ্ছ্বাস [বিকেল ৫টা ৩০ মিনিট] : দুই পর্বের শেষ পর্ব আজ।

সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা। অতিথি হাফিজ উদ্দিন বীর বিক্রম ও অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।


টিভিতে বিজয় দিবস

চলচ্চিত্র ভুবন মাঝি [দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি] : অভিনয়ে পরমব্রত চ্যাটার্জি, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান । পরিচালনা ফাখরুল আরেফীন খান।


টিভিতে বিজয় দিবস

আবৃত্তি বিজয়ের কবিতা পাঠ [বিকাল ৫টা ১০ মিনিট, এটিএন বাংলা] : গ্রন্থনা আসাদ কাজল, উপস্থাপনা রেজাউদ্দিন স্টালিন। প্রযোজনা সৈয়দা ফারহানা হাসান।


টিভিতে বিজয় দিবস

নাটক শেষ প্রহর [রাত ১০টা ৩০ মিনিট, মাছরাঙা] : রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াত।


টিভিতে বিজয় দিবস

চলচ্চিত্র বিক্ষোভ [সকাল ৯টা, এনটিভি] : অভিনয়ে সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজীব, ডলি জহুর। পরিচালনা মহম্মদ হাননান।

 

মন্তব্য

নকশীকাঁথার জমিন নিয়ে আসছেন জয়া

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
নকশীকাঁথার জমিন নিয়ে আসছেন জয়া

জয়া আহসানের বছরটা শুরু হয়েছিল পেয়ারার সুবাস দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিকের ছবিটি। আর বছর শেষ হচ্ছে নকশীকাঁথার জমিন দিয়ে। ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে আকরাম খানের ছবিটি।

আজ প্রকাশিত হবে ট্রেলার। সরকারি অনুদানে ছবিটির নির্মাণ সম্পন্ন হয়েছে বেশ আগে। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবেও অংশ নিয়েছে এটি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে ছবিটি।
এতে জয়া আহসানের সঙ্গে আছেন সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

 

মন্তব্য

প্রিয় মালতীর ঝলকে অন্য এক মেহজাবীন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
প্রিয় মালতীর ঝলকে অন্য এক মেহজাবীন

টিভি পর্দায় সফল ক্যারিয়ারের পর মেহজাবীন চৌধুরী এবার আসছেন বড় পর্দায়, মালতী হয়ে। ২০ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর অভিনীত প্রিয় মালতী। শুক্রবার প্রকাশিত হয়েছে শঙ্খ দাশগুপ্তের ছবিটির ট্রেলার। এতে আরো পরিণত রূপে দেখা দিয়েছেন মেহজাবীন।

২ মিনিট ২১ সেকেন্ডের এই ঝলকের পুরোটাই মেহজাবীনময়। কখনো তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের মিষ্টি বধূ, কখনো লড়াকু অন্তঃসত্ত্বা নারী, যে তার স্বামীর খোঁজে শহরজুড়ে ছুটে বেড়াচ্ছে। ছবিতে মেহজাবীনের সঙ্গে আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, প্রমুখ।

 

মন্তব্য

বিজয়ের দিনে যত কনসার্ট

শেয়ার
বিজয়ের দিনে যত কনসার্ট
জেমস গাইবেন মানিক মিয়া এভিনিউয়ে

মহান বিজয় দিবস আজ। ৯ মাস রক্ষক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে বীর বাঙালি। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের এই দিন। আজও ব্যতিক্রম নয়।

দেশের বিভিন্ন স্থানে রয়েছে কনসার্ট। যেগুলোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। সেসব আয়োজনের খবর রইল এখানে...

 

মানিক মিয়া এভিনিউ

স্মরণকালের অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে এটি। বিএনপির সাংস্কৃতিক প্ল্যাটফরম সবার আগে বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে হবে কনসার্টটি।

এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকছে পরিবেশনায়। দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট।

বিজয়ের দিনে যত কনসার্ট

আর্টসেল-এর সদস্যরা

শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত সংগীতানুষ্ঠান।

পরিবেশনায় থাকবে আর্টসেললালন-এর মতো শ্রোতাপ্রিয় ব্যান্ড।

 

যমুনা ফিউচার পার্ক

বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ভিক্টোরি ফেস্ট ২০২৪। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র। এ ছাড়া থাকছে কমেডি শো, আর্ট এক্সিবিশন ইত্যাদি।

টিকিট মূল্য ১৯৯ টাকা।

বিজয়ের দিনে যত কনসার্ট

তানযির তুহিনের আভাস গাইবে রংপুরে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছে বিজয় দিবসের কনসার্ট। এতে পারফরম করবে ব্যান্ড আভাসটঙের গান

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ