ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

অনন্যার অনন্য পারফরম্যান্স

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
অনন্যার অনন্য পারফরম্যান্স
অনন্যা পাণ্ডে

ক্যারিয়ারের শুরুতে সমালোচনাই জুটেছিল বেশি। সোশ্যাল মিডিয়ায় নানা কারণে হয়েছেন নিন্দার শিকার। কিন্তু দমে যাননি। বাপ কি বেটির মতো বলিউডে পোক্ত জায়গা করে নিচ্ছেন অনন্যা পাণ্ডে, যার তাজা উদাহরণ সিটিআরএল

বিক্রমাদিত্য মোতওয়ানের এ ছবি গতকাল মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন চাঙ্কি-কন্যা। দর্শক থেকে শুরু করে তারকারা পর্যন্ত বাহবা দিচ্ছেন তাঁকে। এর মধ্যে রয়েছেন নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত নির্মাতা লম্বা বার্তা দিয়েছেন। অনুরাগের ভাষ্য, বিক্রমাদিত্য আরো একটি চমকপ্রদ ছবি নিয়ে এসেছেন। প্রযুক্তি ও গল্প বলার ধরনে আবারও বাউন্ডারি হাঁকিয়েছেন। আপনি তাঁকে কোনো গণ্ডিতে সীমাবদ্ধ করতে পারবেন না।
সব সময় প্রত্যেকের চেয়ে একধাপ এগিয়ে থাকেন তিনি। ছবিটি থ্রিলার, ভয়ানক এবং দুঃস্বপ্নের মতো। অনন্যার অভিনয় নিয়ে অনুরাগের মন্তব্য, এটা অনন্যার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।

এদিকে সিটিআরএল নিয়ে কদিন ধরে প্রচারণায় ব্যস্ত ছিলেন অনন্যা। এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়েও কথা বলেছেন।

অনন্যা জানান, প্রাক্তনদের সঙ্গে বিচ্ছেদের পর রাগে তাঁদের ছবি পোড়াতেন তিনি। যব উই মেট ছবির গীতার [কারিনা কাপুর] মতো প্রেমিকের ছবি পুড়িয়েছেন কি না জানতে চাইলে অনন্যা বলেন, পৃথিবীতে আমি একমাত্র মানুষ নই, যে এমনটা প্রেমিকের ছবি পোড়ানো] করেছে। অনেক মানুষই এটা করেন। এতে হতাশা থেকে নিস্তার পাওয়া যায়। একবার করেই দেখুন, নিজেই বুঝতে পারবেন।

তবে ঠিক কার ছবি পুড়িয়েছেন অনন্যা, তা পরিষ্কার করেননি অভিনেত্রী। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর প্রেম ছিল ওপেন সিক্রেট। ফলে অনেকেই অনুমান করছেন, আদিত্যর ছবিই পুড়িয়ে মনের বিরহ কমিয়েছেন অনন্যা।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আপ জ্যায়সা কোয়ি

শেয়ার
আপ জ্যায়সা কোয়ি
‘আপ জ্যায়সা কোয়ি’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি আপ জ্যায়সা কোয়ি। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

হঠাৎ বেঁকে বসে শ্রীরেনু, ভেঙে দেয় বাগদান। ছবিটির অভিনয়ে আছেন আর মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

অঙ্গার

শেয়ার
অঙ্গার
‘অঙ্গার’ ছবির দৃশ্য

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া আলীসহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ