গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনুভব সিনহার সিরিজটি। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৮১৪ হাইজ্যাক করে তালেবান। বিভিন্ন জায়গা ঘুরে বিমানটি নেওয়া হয় আফগানিস্তানের কান্দাহারে। সে সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি বানানো হয়েছে।
অন্তর্জাল
আইসি ৮১৪

সম্পর্কিত খবর

অন্তর্জাল
স্পেশাল ওপ্স-সিজন ২

২০২০-এ নীরাজ পাণ্ডের ‘স্পেশাল ওপ্স’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পাঁচ বছর পর গতকাল জিও হটস্টারে এসেছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। ভারতের ডিজিটাল সেবা ইউপিআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে চরম বিপর্যয়ে ঠেলে দিতে চায় বীর আবাস। সেই হুমকি থেকে ভারতকে বাঁচানোর মিশনে হিম্মত সিং।

চলচ্চিত্র
গলুই

অভিনয়ে শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম। পরিচালনা এস এ হক অলিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : অবসরে গাছের সঙ্গে কথা বলে লালু।

টিভি হাইলাইটস

মান-অভিমান
দীপ্ত টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। ২০১৯ সালের নাটকটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি আবারও দেখানো হচ্ছে এটি। চিত্রনাট্য নাসিমুল হাসান, পরিচালনা রাজু খান।
সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার’-এর পঞ্চম মৌসুম। চার বছর পর আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এ অনুষ্ঠান। বরাবরের মতোই বিচারকের আসনে থাকছেন শিল্পা শেঠি ও গীতা কাপুর।

ছবিতে সংবাদ
ফারিণের ছবিময় কবিতা

অভিনয় করেন তাসনিয়া ফারিণ। আর ফুরসত মিললেই উড়াল দেন নতুন কোনো গন্তব্যে, ঘুরতে। সম্প্রতি বেড়াতে গেছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার একটি কটর উপসাগরের তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে।