ঢাকা, রবিবার ১০ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ১০ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭
চলচ্চিত্র

বোমা হামলা

শেয়ার
বোমা হামলা
‘বোমা হামলা’ ছবিতে মান্না

অভিনয়ে মান্না, সিমলা, ময়ূরী, ডিপজল। পরিচালক মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : পুলিশের এসপি নাসিরের নেতৃত্বে এক অভিযানে ১০০ সন্ত্রাসী নিহত হয়।

সন্ত্রাসীদের লিডার ঘোষণা করে, এসপি নাসিরের সন্ধান দিতে পারলে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। নাসিরকে বাঁচাতে পুলিশের আইজি দুর্জয় নামের এক যুবকের ছবি দিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়। হঠাৎ পুলিশের সামনে আসে দুর্জয় এবং এসপি হিসেবে দায়িত্ব নিতে চায়। নিরুপায় হয়ে আইজি তাকে পুলিশে নিয়োগ দেয়।
দুর্জয়ই একসময় হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আলাউদ্দিন আলীকে হারানোর পাঁচ বছর

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
আলাউদ্দিন আলীকে হারানোর পাঁচ বছর

সুর সংগীতে তিনি অনন্য গানের ভুবনে ফুটেছেন সুগন্ধি গোলাপের মতো তিনি আলাউদ্দিন আলী ২০২০ সালের আজকের দিনে না-ফেরার দেশে চলে গেছেন এই কিংবদন্তি সংগীত পরিচালক

আজ তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী জন্ম মুন্সীগঞ্জে, ১৯৫২ সালে পরিবারেই পেয়েছেন সংগীতের দীক্ষা বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে ১৯৬৮ সালে আসেন চলচ্চিত্রে
পরে নিজে হয়ে ওঠেন সুরের কাণ্ডারি তাঁর সুর-সংগীতেযে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশসহ বহু গান কালজয়ী হয়েছে আটবার পেয়েছেন জাতীয় পুরস্কার

 

মন্তব্য
অন্তর্জাল

আরাবিয়া কাড়ালি

শেয়ার
আরাবিয়া কাড়ালি
‘আরাবিয়া কাড়ালি’ সিরিজের দৃশ্য

গতকাল অ্যামাজন প্রাইমে এসেছে তেলুগু সিরিজ আরাবিয়া কাড়ালি। হিন্দিতেও দেখা যাচ্ছে এটি। একদল জেলে সমুদ্রে মাছ ধরে। ভুলে সমুদ্রের আন্তর্জাতিক সীমানা পার করে ফেলে।

অগত্যা ভিন দেশের বাহিনীর হাতে বন্দি, সোজা কারাগারে। সেখান থেকে ফেরার লড়াই নিয়ে সিরিজের গল্প। অভিনয়ে আছেন সত্যদেব কাঞ্চরনা, হর্ষ রোশান, আনন্দী প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

ঢাকা অ্যাটাক

শেয়ার
ঢাকা অ্যাটাক
‘ঢাকা অ্যাটাক’-এ আরিফিন শুভ ও মাহিয়া মাহি

অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান। পরিচালক দীপংকর দীপন। দুপুর ১টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : একটা ফ্যাক্টরি থেকে কিছু কেমিক্যাল চুরি হয়ে যায়।

সেই কেমিক্যাল ব্যবহার করে বোমা বানিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশ তদন্তের দায়িত্ব দেয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সাজেদুল করিমকে। টিভি সাংবাদিক চৈতিও এই ঘটনার তদন্তে নামে। পুলিশ ও গণমাধ্যমের তদন্তে যা বেরিয়ে আসে সেটা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ।
শেষ পর্যন্ত সহকারী পুলিশ কমিশনার আবিদ রহমানের দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি ব্রুক শিল্ডস

শেয়ার
মুখোমুখি ব্রুক শিল্ডস

আমেরিকান অভিনেত্রী ব্রুক শিল্ডস ছোটবেলা থেকেই তারকা। শিশুশিল্পী থেকে বড় হওয়া, খ্যাতি এবং জনপ্রিয়তার সঙ্গে তাঁর বাস্তব জীবনের নানা পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিবিসি নিউজে। সঞ্চালনায় কেটি কে। ইনফ্লুয়েশিয়াল অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ