ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

মাসুদ রানা হচ্ছেন অনন্ত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
মাসুদ রানা হচ্ছেন অনন্ত
অনন্ত জলিল

দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবি ‘চিতা’র ঘোষণা দিয়েছিল ২২ জানুয়ারি। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন ২৮ জানুয়ারি এক জমকালো মহরতের মাধ্যমে জানাবেন ছবির বিস্তারিত। তবে ২৮ জানুয়ারি ‘ঢাকা চলচ্চিত্র উৎসব’-এর সমাপনী দিন হওয়ায় মহরত পিছিয়ে ৩১ জানুয়ারি করেন তিনি। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা ক্লাবে মহরতের পাশাপাশি জানিয়ে দিলেন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের নাম।

বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে নির্মিত হবে ‘চিতা’। এর আগে লেখকের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে ‘এমআর-৯ : ডু অর ডাই’ নির্মাণ করেছিল প্রতিষ্ঠানটি। সেই ছবিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছিলেন এ বি এম সুমন। আরো ছিলেন ফ্রাংক গ্রিলো, কেলি গ্রেসন, মাইকেল জেই হোয়াইট।
পরিচালনা করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পরিচালক আসিফ আকবর।

বর্ষাও থাকবেন ‘চিতা’য়

বর্ষাও থাকবেন ‘চিতা’য়

এবার ‘চিতা’ ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে। তাঁর সঙ্গে আরো অভিনয় করবেন বর্ষা ও আলিশা। গতকাল মহরতের আগে আব্দুল আজিজ বলেন, ‘এই ছবিরও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করবেন হলিউডের অভিনেতারা।

বাংলাদেশ থেকে অনন্ত, বর্ষা, আলিশাসহ থাকবেন সাতজন শিল্পী। এটা স্পাই-থ্রিলার সিনেমা। আমরা বাংলা সিনেমাকে বিশ্বদরবারে পরিচিত করে দেওয়ার মিশনে নেমেছি। আশা করছি, সফল হব।’

‘চিতা’ ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আব্দুল আজিজ।

ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাজিব কুমার। আজিজ বলেন, “রাজিব এখন বাংলাদেশের ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন। মার্চে শুটিং শেষ হবে। এপ্রিল থেকেই ‘চিতা’র শুটিং শুরু করবেন তিনি।  মাসুদ রানা সারা দেশের যুবকদের কাছে পরিচিত চরিত্র। আমরা চেয়েছি এই চরিত্রে এমন কাউকে নিতে, যিনি ব্যক্তিজীবনেও সৎ ও আদর্শবান। অনন্ত জলিলকে সেই কারণেই চূড়ান্ত করা। তাঁকে অ্যাকশন ছবিতে দারুণ মানায়।’ দীর্ঘ পাঁচ বছর পর ‘চিতা’ ছবির জন্য এমন জমকালো আয়োজন করেছে জাজ। কারণও জানিয়েছেন কর্ণধার আব্দুল আজিজ। বলেন, ‘গত পাঁচ বছর আমরা ছবি নির্মাণে নিয়মিত ছিলাম না। করোনার কারণে তো দুই বছর এমনিতেই সব কিছু থমকে ছিল। এখন থেকে জাজ আবার নিয়মিত ছবি নির্মাণ করবে।’

গতকালের সংবাদ সম্মেলনে রাজিব কুমার, অনন্ত জলিল, বর্ষা, আলিশাসহ অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘চিতা’ ছবিটি নির্মিত হবে বাংলা ও ইংরেজি ভাষায়। মুক্তি দেওয়া হবে বিশ্বের ৩০টির বেশি দেশে।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আপ জ্যায়সা কোয়ি

শেয়ার
আপ জ্যায়সা কোয়ি
‘আপ জ্যায়সা কোয়ি’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি আপ জ্যায়সা কোয়ি। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

হঠাৎ বেঁকে বসে শ্রীরেনু, ভেঙে দেয় বাগদান। ছবিটির অভিনয়ে আছেন আর মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

অঙ্গার

শেয়ার
অঙ্গার
‘অঙ্গার’ ছবির দৃশ্য

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া আলীসহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ