‘এনিম্যাল’ নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। রণবির কাপুর, ববি দেওলকে নিয়ে যতটা আলোচনা, অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়েও কোনো অংশে কম চর্চা হচ্ছে না। ছবিতে রণবিরের নায়িকা রাশমিকা মানদানা। মাত্র ১০ মিনিটের চরিত্রের অভিনেত্রী তৃপ্তি দিমরি ছাপিয়ে গেছেন রাশমিকাকেও।
এটা না করলেও পারতে তৃপ্তি!
রংবেরং ডেস্ক

‘বুলবুল’ ও ‘কলা’র মতো ছবিতে দারুণ অভিনয় করে যতটা না আলোচনায় এসেছেন তৃপ্তি, ‘এনিম্যাল’-এ রণবিরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে তার কয়েক গুণ বেশি আলোচিত। বিষয়টা নিয়ে অনেকের কণ্ঠেই আক্ষেপ ঝরেছে। প্রায় সবার মত এ রকম, অভিনয়শিল্পের চেয়েও শয্যাদৃশ্য তাঁকে বেশি আলোচনায় এনেছে। কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তৃপ্তিকে।
এসব নিয়ে দুই দিন আগে মুখ খুলেছেন তৃপ্তি।
বলেন, ‘আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, সেটা আমার কাছে আনন্দের।
দৃশ্যগুলো দেখেছেন তৃপ্তির মা-বাবাও। তাঁদের অভিব্যক্তি কেমন ছিল, সে বিষয়ে গতকাল বলিউড হাঙ্গামাকে তৃপ্তি বলেন, “আমার মা-বাবা কিছুটা বিস্মিত হয়েছিলেন। তাঁরা বলেছিলেন, আমি যা করেছি, সিনেমায় তাঁরা আগে এমন কিছু দেখেননি। তাঁরা আমাকে বলেন, ‘তুমি এটা না করলেও পারতে তৃপ্তি। তবে ঠিক আছে, মা-বাবা হিসেবে আমাদের তো এমনটা মনে হবেই।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ফাউন্ডেশন সিজন ৩

শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।

চলচ্চিত্র
প্রেম পিয়াসী

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।

আরো খবর

■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।
■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক
রংবেরং প্রতিবেদক

এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।