এই প্রতিবেদনের সঙ্গে অভিনেত্রী রুনা খানের ছবিটা ভালো করে দেখুন। কোনো অসংগতি চোখে পড়ছে? কিন্তু এই একই মেকআপ ও সাজসজ্জায় ‘ছিটকিনি’ অভিনেত্রী যখন দাঁড়িয়েছিলেন গণমাধ্যমের ক্যামেরার সামনে, দেখা গেল তাঁর চোখের নিচে অর্ধচন্দ্রাকৃতির সাদা দাগ! গণমাধ্যমে ওই সময়ের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশিত হতেই অন্তর্জালে ট্রলড হন অভিনেত্রী। বিষয়টা কষ্ট দিয়েছে রুনা খানকে, তবে কাউকে দোষারোপ করলেন না। নিজেই জানার চেষ্টা করলেন কেন এমন হলো? গুগলের সাহায্য নিয়ে অভিনেত্রী আবিষ্কার করলেন, তিনি ‘মেকআপ ফ্ল্যাশব্যাক’-এর শিকার হয়েছেন।
বিড়ম্বনার নাম মেকআপ ফ্ল্যাশব্যাক
রংবেরং প্রতিবেদক

রুনা বলেন, ‘ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠার আগ পর্যন্ত অনেকেরই মেকআপ পুরো স্বাভাবিক দেখাবে।
২ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমন বিড়ম্বনার শিকার হয়েছেন রুনা খান। অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট হয়তো বিষয়টি জানতেন না! জানলেও হয়তো ভেবেছেন ফ্ল্যাশ জ্বালিয়ে রুনার কোনো ছবি-ভিডিও করা হবে না।
রুনা বলেন, ‘এটা বিজ্ঞানের সূত্র মেনে হয়। মেকআপের সঙ্গে আলোর সম্পর্কের জটিলতায় এমন হয়। সেদিন মেকআপ শেষ করে মেকআপশিল্পী তাঁর সেলুনে আমার ছবিও তোলেন, যেখানে সব ঠিকঠাকই ছিল। সেদিনের অনুষ্ঠানে আমার সহকর্মীদের মধ্যে ছিলেন দিলারা আন্টি [দিলারা জামান], শম্পা আপা [শম্পা রেজা], মিম [বিদ্যা সিনহা মিম]—তাঁদের সবাই আমার মেকআপ ও সাসজ্জার দারুণ প্রশংসা করলেন। আমি তাঁদের বলেছি, এই লুকের পুরো কৃতিত্ব আমার মেকআপশিল্পীর।
এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলেন কেন? সেটাও বললেন রুনা, ‘ইচ্ছা করলেই এড়িয়ে যেতে পারতাম। কিন্তু গত কয়েক দিনে অনেক কল ও মেসেজ পেয়েছি, মনে হলো বিষয়টা পরিষ্কার করি। মাত্রই পড়াশোনা করে জানলাম পুরো বিষয়টা। ভবিষ্যতে এ বিষয়ে আমি ও আমার মেকআপশিল্পী সচেতন থাকব।’
রুনা খানই প্রথম নন যিনি মেকআপ ফ্ল্যাশব্যাক বিভ্রাটের শিকার হয়েছেন। পৃথিবীর বহু নামি তারকার সঙ্গে আগেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হলিউড তারকাদের মধ্যে আছে বড় বড় সব নাম। অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, ব্যারি ড্রিউমোর, মাইলি সাইরাস, ইভা লঙ্গোরিয়া, রেবেকা ফার্গুসনের মতো আন্তর্জাতিক তারকারাও শিকার হয়েছেন মেকআপ ফ্ল্যাশব্যাকের।
বলিউড তারকাদের মধ্যেও আছে বেশ বড় নাম—শ্রীদেবী, কারিনা কাপুর, সোনম কাপুর, আমিশা প্যাটেল, িবপাশা বসু এবং শাহরুখ খানের স্ত্রী প্রযোজক গৌরি খানও।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫

মাসখানেক আগে বঙ্গতে প্রচার শুরু হয় কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবার এসেছে ইউটিউবে। বৃহস্পতিবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে প্রথম পর্ব। এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ।

চলচ্চিত্র
আমার জান আমার প্রাণ

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : গ্রামে কাবাডি খেলায় জিতে এক কম্পানির মডেল হওয়ার প্রস্তাব পায় আসিফ।

টিভি হাইলাইটস

দেনা পাওনা
দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।
সঙ্গে শাকিরা
বিবিসি নিউজে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ আয়োজন ‘অ্যাকসেস অল এরিয়াস’।

আরো খবর

■ চমক দেখিয়ে বাংলাদেশে এলো নতুন ‘সুপারম্যান’। গতকাল দেশের একাধিক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস গানের সুপারহিরো ছবিটি। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে ৩৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে ছবিটির অগ্রিম টিকিট।
■ হলিউড ছবির প্রচারে ভারতের ‘পঞ্চায়েত’।
■ দিন কয়েক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।