<p><strong>সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি</strong></p> <p>বৃহস্পতিবার রাতে চরকিতে এসেছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ব্যক্তিজীবনের ঘটনার সমন্বয়ে নির্মিত ছবিটিতে মূল চরিত্রে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আরো আছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন, ডিপজল প্রমুখ। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২টি অরিজিনাল ছবির প্রথমটি এটি।</p>