১ ডিসেম্বর ভারত ও সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে রণবির কাপুর, রাশমিকা মানদানা, অনিল কাপুর, ববি দেওল অভিনীত ‘এনিম্যাল’। বাংলাদেশে ছবিটি আমদানি করছে ‘কিবরিয়া ফিল্মস’। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, আগামীকাল সকালে সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখবেন।
লিপু বলেন, ‘এরই মধ্যে আমরা হল বুকিং শুরু করেছি।
কাল সেন্সর বোর্ড দেখবে ‘এনিম্যাল’
রংবেরং প্রতিবেদক

সন্দিপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির হিড়িক পড়েছে ভারতে।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
সরজমিনসরজমিন

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।
টিভি হাইলাইটস
কাজিনস

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।