কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী হঠাৎ রাজনীতিতে যোগ দিয়েছেন। ২৭ নভেম্বর তিনি রাজনৈতিক দল ‘বিএনএম’ [বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন]-এ যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এই দলের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-২ আসন থেকে নির্বাচনও করবেন।
ডলি বলেন, ‘আমি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি।
ডলি বিএনএমে শাকিল-মাহি স্বতন্ত্র
রংবেরং প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন মাহিয়া মাহি। তবে মনোনয়ন পাননি। ২৭ নভেম্বর রাতে জানালেন, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন। মাহি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেয়নি, এ জন্য আমার কষ্ট নেই।
এদিকে অভিনেতা শাকিল খানও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি।
শাকিল বলেন, ‘আমি বছরের পর বছর এখানকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তাঁরা আমাকে ভালোবাসেন। ভেবেছিলাম তাঁদের চাওয়াকে কেন্দ্র ভেবে দেখবে। সেটা হলো না। এ নিয়ে কোনো অভিযোগ করব না। তবে আমার এলাকার মানুষের চাওয়াকে আমি পূরণ করতে চাই স্বতন্ত্রভাবে। আশা করছি তাঁরা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।’
সম্পর্কিত খবর

আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্তর্জাল
বীর দাস—ফুল ভলিউম

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

চলচ্চিত্র
এই ঘর এই সংসার

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

টিভি হাইলাইটস
বড় ভাই

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।