<p>শোবিজের অনেকেই এর আগে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বিকেলে যেমন গেলেন অভিনেত্রী তানজিন তিশা। রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে ডিবিপ্রধানের সঙ্গে দেখা করেন তিশা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় এ সময়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী। জানা গেছে, গত কয়েক দিনে ঘটে যাওয়া তাঁর জীবনের নানা ঘটনার কথা ডিবি কর্মকর্তাদের জানান। সেই সঙ্গে তাঁদের পরামর্শও চেয়েছেন। সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হয় অভিনেত্রীর, সেটি কিভাবে এবং কার মাধ্যমে ছড়িয়েছে, সে ব্যাপারে অভিযোগও করেন তিশা। সাক্ষাৎ শেষে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে ছবিও তোলেন তিশা। সেই ছবি সন্ধ্যা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।</p>