ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ভারতের হারে বিমর্ষ বলিউড

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ভারতের হারে বিমর্ষ বলিউড
ফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংকে

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে একেবারে ফাইনালে এসে হারল ভারত। তীরে এসে তরি ডোবায় ভারতীয় ক্রিকেট দলের ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ। ব্যতিক্রম নয় বলিউডের বাসিন্দারাও। স্পোর্টিং মানসিকতা দেখিয়ে হার মেনে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পড়লে বোঝা যায়, তাঁদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।


ভারতের হারে বিমর্ষ বলিউডপুরো আসরে ফাইনালের আগের প্রতিটি ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে ভারত। কোনো ম্যাচেই প্রতিপক্ষকে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়নি তারা। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবারের ফাইনালে সেই ভারত নিজেদের চেনা কন্ডিশন এবং লাখো ভক্তের উপস্থিতিতে ৬ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, এটা মানতে কষ্ট হয়েছে অনেকেরই। তা ছাড়া প্রথম রাউন্ডে এই অস্ট্রেলিয়াকেই দুমড়েমুচড়ে ৬ উইকেটে জিতেছিল ভারত।

ফাইনালে ভারতের জয় দেখতে মাঠে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। স্ত্রী গৌরী খান, দুই পুত্র আরিয়ান খান ও আব্রাম খান এবং কন্যা সুহানা খানকে নিয়ে গ্যালারিতে বসেছিলেন ‘বলিউড কিং’ শাহরুখ খান। ছিলেন কিংবদন্তি আশা ভোসলে, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, বিবেক ওবেরয়ের মতো তারকারা। বিরাট কোহলি পত্নী অভিনেত্রী আনুশকা শর্মা এবং কে এল রাহুল পত্নী অভিনেত্রী আথিয়া শেঠিও ছিলেন গ্যালারিতে।

ধীরে ধীরে ম্যাচ যখন ভারতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই বলিউড তারকাদের বিমর্ষ চেহারা ধরা পড়েছিল ক্যামেরায়। এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুকে নিজেদের অনুভূতি জানিয়েছেন মাঠে উপস্থিত এবং অনুপস্থিত বলিউড তারকারা।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ