► কামার আহমেদ সাইমনের ‘শুনতে কি পাও!’ ছবিটি এবার দেশি ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাবে ৩ নভেম্বর। ২০১৬ সালের লোকার্নোর ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি ‘শুনতে কি পাও!’ এর আগে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম, গুগল টিভি ও আইটিউনসে মুক্তি পেয়েছিল।
► দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার লাভ করেছে ‘নকশিকাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।
► ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে কনসার্টের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ২ নভেম্বর সেই কনসার্টে নগরবাউল জেমসের সঙ্গে পশ্চিমবঙ্গের দুই ব্যান্ড—‘ফসিলস’ ও ‘চন্দ্রবিন্দু’র গান পরিবেশনের কথা ছিল। সেইভাবে সব প্রস্তুতি সম্পন্নও করা হয়েছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
► ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে প্রকাশিত হবে ‘ডাঙ্কি’ ছবির প্রথম ঝলক। শাহরুখ খানের হাত ধরে তাঁর বাসভবন ‘মান্নত’ থেকেই নাকি ‘ডাঙ্কি’ ছবির টিজার মুক্তি পাবে। শাহরুখ, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওর প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
► ‘টাইগার ৩’ মুক্তি পাবে ১২ নভেম্বর।
এরই মধ্যে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উম্মাদনার আভাস পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনের ব্যবসার নিরিখে ছবিটি ‘পাঠান’কেও ছাড়িয়ে যাবে। বলিউড বাণিজ্য বিশারদ তরণ আদর্শ ধারণা করছেন, ছবিটির প্রথম দিনের ব্যবসা দাঁড়াবে ১০০ কোটি রুপির বেশি।