* আগামী বছরের ২ ফেব্রুয়ারি সিনেমা হলে আসবে শাকিব খান অভিনীত ‘দরদ’। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগুসহ ছয়টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি, জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ২০ অক্টোবর ভারতের বেনারসে শুরু হবে শুটিং।
* সাত দিনের সফরে সোমবার পরিবার নিয়ে থাইল্যান্ড গেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
মা-বাবার সঙ্গে নানা জায়গায় ঘুরছেন, শপিং করছেন। থাইল্যান্ড থেকে নানা রকম খাবারও ট্রাই করছেন। দেশে ফিরে টানা শুটিং ব্যস্ততা থাকবে বলে জানান এই অভিনেত্রী।
* শাহ আব্দুল করিমের ‘বিয়ে করিলাম না জাইন্যা’ গেয়েছেন প্রতীক হাসান।
গানটির ব্যয়বহুল ভিডিও প্রকাশিত হবে আগামীকাল।
* গতকাল ছিল অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন। এত বছর দিনটি ঘটা করে পালন করলেও গতকাল তিনি কোনো আয়োজনই করেননি। এমনকি কেকও কাটেননি।
কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তা পরে জানাতে চান।
* মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহিয়া মাহি। এক দিন শুটিংও করেছিলেন। তবে গতকাল জানিয়েছেন ছবিটি আর করবেন না তিনি। মানিক জানিয়েছেন, কী কারণে অভিনয় করছেন না মাহি, তা তিনিও জানেন না।