১৯৯৯ সালের ১ অক্টোবর ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে চ্যানেল আই। ২৪ পেরিয়ে আজ ২৫ বছরে পা রেখেছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলটি। জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে ২৫ বছর উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
২৫-এ চ্যানেল আই

‘২৫শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’ শীর্ষক মিলনমেলায় শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ ছাড়াও মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। দুপুর ২টার সংবাদের পর পর দেখানো হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘পুনর্জন্ম—অন্তিম পর্ব’। সন্ধ্যা ৬টায় ‘আমার চ্যানেল আই‘। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘জমজমাট জন্মদিন’।
রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে জাহান সুলতানার চিত্রনাট্য ও ভিকি জাহেদের পরিচালনায় বিশেষ নাটক ‘বেড নম্বর ০৩’।
সম্পর্কিত খবর

আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্তর্জাল
বীর দাস—ফুল ভলিউম

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

চলচ্চিত্র
এই ঘর এই সংসার

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

টিভি হাইলাইটস
বড় ভাই

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।