জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—একটি জাতির রূপকার’ নানা কারণেই আলোচিত। ২০১৯ সালে ছবিটির কাজ শুরু হওয়ার পর কেটে গেছে চারটি বছর। গত মাসেই জানা গিয়েছিল অক্টোবরে মুক্তি পাবে ছবিটি। অবশেষে জানা গেল মুক্তির তারিখ—২৭ অক্টোবর।
আজ আসছে ট্রেলার
২৭ অক্টোবর মুক্তি পাবে ‘মুজিব’
- আজ সকালে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবিটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেখানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জানা গেছে, অনুষ্ঠানে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে
রংবেরং প্রতিবেদক

বাংলাদেশে ছবিটি মুক্তির বিষয়ে জানতে গতকাল তথ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপসচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা সঠিক তারিখ জানাতে পারেননি। তবে আজ সকালে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবিটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেখানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এর আগে ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ‘মুজিব—একটি জাতির রূপকার’। ‘মন্থন’খ্যাত খ্যাতিমান ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এ ছাড়া অভিনয় করেছেন দেশি-বিদেশি শতাধিক অভিনয়শিল্পী।
২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয় শুটিং, শেষ হয় বাংলাদেশে। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ছবিটির এক মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়। তখনই জানানো হয়েছিল, মুক্তির আগে নতুন ট্রেলার প্রকাশ করা হবে।
গত মাসে কানাডার ‘টরন্টো চলচ্চিত্র উৎসব’-এ প্রিমিয়ার হয় ছবিটির। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের একাংশ।
সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থান নিয়ে গান ও কনসার্ট
রংবেরং প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জুলাই নিয়ে নতুন একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামের গানটি। বরাবরের মতোই কথা-সুর সাজিয়েছেন সায়ান নিজে; সংগীতায়োজনে শফিকুজ্জামান শাওন।
এদিকে জুলাই বর্ষপূর্তিতে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হয়েছে বিশেষ কনসার্ট।
এ ছাড়া পরিবেশনায় থাকবেন আহমেদ হাসান সানি, র্যাপার সেজান, তাশফি প্রমুখ।

অন্তর্জাল
এমি ব্র্যাডলি ইজ মিসিং

বুধবার নেটফ্লিক্সে এসেছে নতুন সিরিজ ‘এমি ব্র্যাডলি ইজ মিসিং’। ১৯৯৮ সালে একটি ক্যারিবিয়ান ক্রুজশিপ থেকে উধাও হয়ে যায় ২৩ বছর বয়সী এক তরুণী। এর পেছনের রহস্য জানতে মরিয়া হয়ে যায় তার পরিবার। সে ঘটনাই পর্দায় তুলে এনেছেন নির্মাতা ফিল লট ও অ্যারি মার্ক।

চলচ্চিত্র
ভালোবাসা আজকাল

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।

টিভি হাইলাইটস

ভালোবাসার আলো-আঁধার
দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
ট্রিহাউজ মাস্টারস
এনিম্যাল প্লানেটে বিকেল ৩টায় রয়েছে রিয়েলিটি সিরিজ ‘ট্রিহাউজ মাস্টারস’।