স্বামী অভিনেতা শরিফুল রাজকে ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। সেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরী। এগুলো হলো—মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। এই কারণগুলোর জন্য বিচ্ছেদ আইনের ১৮ নং কলাম অনুযায়ী বিবাহবন্ধন ছিন্ন করতে চান পরী।
বিচ্ছেদের পথ বেছে নিলেন পরীমনি
রংবেরং প্রতিবেদক

অভিনেত্রীর আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, ‘মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কাজী অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়। আর যদি কেউ বিচ্ছেদ চায়, তাহলে তাকে একই নিয়মে কাজীর মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয়। নোটিশের এই প্রক্রিয়া মেনেই তিন মাস পর তালাক কার্যকর হয়। চিত্রনায়িকা পরীমনি তাঁর সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্তটা নিয়েছেন।
তিনি আরো বলেন, ‘রাজ-পরীর কাবিননামায় দেনমোহর ছিল ১০১ টাকা। যেটা উসুল দেখানো হয়েছে। এই বিচ্ছেদ লেটার পাঠানোর মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদপ্রক্রিয়া শুরু হয়েছে।
পরীমনি ও রাজের এই বিচ্ছেদকাণ্ড নিয়ে পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগের সব মাধ্যম বন্ধ পাওয়া যায়। রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে দেখি অনেকেই কল দিয়েছেন, যা দেখে আতঙ্কিত হয়ে যাই। কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে শুনি পরী নাকি আমাকে তালাকনামা পাঠিয়েছে, যা শুনে আমি চমকে যাই।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫

মাসখানেক আগে বঙ্গতে প্রচার শুরু হয় কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবার এসেছে ইউটিউবে। বৃহস্পতিবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে প্রথম পর্ব। এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ।

চলচ্চিত্র
আমার জান আমার প্রাণ

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : গ্রামে কাবাডি খেলায় জিতে এক কম্পানির মডেল হওয়ার প্রস্তাব পায় আসিফ।

টিভি হাইলাইটস

দেনা পাওনা
দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।
সঙ্গে শাকিরা
বিবিসি নিউজে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ আয়োজন ‘অ্যাকসেস অল এরিয়াস’।

আরো খবর

■ চমক দেখিয়ে বাংলাদেশে এলো নতুন ‘সুপারম্যান’। গতকাল দেশের একাধিক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস গানের সুপারহিরো ছবিটি। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে ৩৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে ছবিটির অগ্রিম টিকিট।
■ হলিউড ছবির প্রচারে ভারতের ‘পঞ্চায়েত’।
■ দিন কয়েক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।