৪০ বছর পর সিনেমা হলে রাষ্ট্রপতি
‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে এলাম’, পুত্র আরশাদ আদনান প্রযোজিত ছবি ‘প্রিয়তমা’ দেখতে এসে বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় এক বিশেষ শোতে ছবির কলাকুশলীদের সঙ্গে সস্ত্রীক ছবিটি দেখেন রাষ্ট্রপতি। বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘প্রিয়তমা’র নায়ক শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার সোমেশ্বর অলি, সম্পাদক সিমিত রায় অন্তর প্রমুখ। এ ছাড়া হাজির হয়েছিলেন অভিনেত্রী তারিন জাহান, নুসরাত ফারিয়াসহ অনেকে।