‘১৯৭১—সেই সব দিন’ মুক্তি-পরবর্তী অভিজ্ঞতা কেমন?
দারুণ। তবে আমি সবচেয়ে বেশি মিস করছি ইনামুল হক স্যারকে। উনি আমাকে মুখের ওপর বলে দিতেন, ‘তোমার এই চরিত্রটি ভালো হয়েছে, এটা ভালো হয়নি। এই চরিত্রটা তুমি এভাবেও করতে পারতে।
‘১৯৭১—সেই সব দিন’ মুক্তি-পরবর্তী অভিজ্ঞতা কেমন?
দারুণ। তবে আমি সবচেয়ে বেশি মিস করছি ইনামুল হক স্যারকে। উনি আমাকে মুখের ওপর বলে দিতেন, ‘তোমার এই চরিত্রটি ভালো হয়েছে, এটা ভালো হয়নি। এই চরিত্রটা তুমি এভাবেও করতে পারতে।
অনেক সহশিল্পীও তো আপনাকে প্রশংসায় ভাসিয়েছেন...
শিরিন বকুল আপা ছবিটি দেখে বের হয়ে আসার পর আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন।
এর মধ্যে ওয়েব ছবি ‘পাফ ড্যাডি’ আসছে। ট্রেলারে বোঝা গেল, গ্যাংস্টার চরিত্র করছেন।
হ্যাঁ, নাম সুলতান। খুব একরোখা জেদি চরিত্র। যা বলে তাই করে। ক্ষমতার দাপট আছে তার।
পরীমনির সঙ্গে রসায়নটা কেমন জমেছে?
এমন অনেক দৃশ্য আছে যেখানে দুজনের বোঝাপড়া না থাকলে করাই সম্ভব হতো না।
‘দ্য সাইলেন্স’, ‘ইনফিনিটি ২’, ‘ব্যাচ ২০০৩’—রোমান্টিক ইমেজ ভেঙে এসব ওয়েব কনটেন্টে নেতিবাচক চরিত্রে তাক লাগিয়েছেন আপনি...
বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছি। হয়তো এখন সেই সুযোগ তৈরি হয়েছে। চরিত্রটি নেতিবাচক নাকি ইতিবাচক সেটা আমার কাছে মুখ্য নয়। এক চরিত্র থেকে আরেক চরিত্রে কতটা আলাদা তৈরি করতে পারছি, সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করি।
আপনারা অনেকেই নাটকে অনিয়মিত...
নাটক বরাবরই ভালোবাসার জায়গায়। যদি ১০ জনও আমাকে ভালোবাসে, সেটা নাটক থেকেই পেয়েছি। একটা লম্বা সময় অভিনয়ে আছি, মনের মতো চরিত্র না পেলে খুব একটা আগ্রহ পাই না। সেটা এখন অন্য মাধ্যমে বেশি পাচ্ছি। তবে অভিনয়ের সঙ্গেই তো আছি।
সামনের ব্যস্ততা কী নিয়ে?
ডিসেম্বরে ‘সুবর্ণভূমি’ মুক্তি পেতে পারে। এর মধ্যে নতুন দুটি ছবির কথা চলছে। শিগগিরই জানাব।
সম্পর্কিত খবর
বুধবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে আমেরিকান সিরিজ ‘ব্যালার্ড’। এটি দর্শকনন্দিত ‘বশ’ সিরিজের স্পিন-অফ। গল্পটা গোয়েন্দা রিনি ব্যালার্ডকে ঘিরে। লস অ্যাঞ্জেলস পুলিশের ‘কোল্ড কেস’ বিভাগের দায়িত্ব নেয় সে।
অভিনয়ে শাকিব খান, ববি হক, অমিত হাসান। পরিচালনা মালেক আফসারী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : রোমিও পুলিশ অফিসার।
দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
রিফ্রেম
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘রিফ্রেম’।
আজ মুক্তি পেয়েছে কামার আহমেদ সাইমনের ‘অন্যদিন...’। প্রায় দুই বছর আটকে থাকার পর কিছুদিন আগে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত মাসে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার একটি মাত্র হলে একটি করে শো চলবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কামার আহমেদ সাইমনের মুখপাত্র সাঈফ আলম।