ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

নারী উদ্যোক্তাদের গল্প খুঁজছেন অপু

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
নারী উদ্যোক্তাদের গল্প খুঁজছেন অপু
অপু বিশ্বাস

কোরবানির ঈদে লাল শাড়ি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁতশিল্প নিয়ে ছবিটির গল্প। ছবিটি সমালোচকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। অপু প্রথম থেকেই বলে আসছেন ছবি প্রযোজনায় তাঁকে নিয়মিত পাওয়া যাবে।

তারই ধারাবাহিকতায় নতুন ছবি নির্মাণের জন্য গল্প খুঁজছেন ঢালিউড কুইন। এবার নারী উদ্যোক্তাদের গল্প নিয়ে ছবি বানাবেন অপু।

অপু বলেন, নারীদের কোনো শোরুম, পার্লার উদ্বোধন বা অন্য কোনো অনুষ্ঠান হলে আন্তরিকতার সঙ্গে উপস্থিত হই। কারণ তাঁদের উৎসাহ দেওয়াটা আমার কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা।

আমার প্রথম ছবি যেমন বাংলার তাঁতশিল্প নিয়ে নির্মাণ করেছি, তেমনি এবার নারী উদ্যোক্তাদের নিয়ে ছবি করতে চাই। আমাদের চারপাশেই এমন অনেক রোল মডেল হওয়ার মতো নারী আছেন। তাঁদের গল্প দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই।

লাল শাড়িতে ঐতিহ্যের পাশাপাশি বাণিজ্যিক ছবির উপকরণও রেখেছেন অপু।

নতুন ছবিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

অভিনেত্রী বলেন, এখন সময় উপযোগী ছবি তৈরি করতে হবে। কারণ শুধু বিনিয়োগ করলে তো হবে না, টাকাটা ফেরত না এলে আমি নতুন ছবি নির্মাণ করব কী করে? তাই একদিকে যেমন আমার সামাজিক দায়বদ্ধতা, কর্তব্য নিয়ে ছবি নির্মাণ করতে হবে; সেই সঙ্গে বাণিজ্যিক বিষয়টাও মাথায় রাখতে হবে। গল্পকারদেরও সেটা মাথায় দিয়ে রেখেছি। এখন দেখি কত দিনে মনের মতো একটা গল্প হাতে পাই।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

১৫ শো করতে মে মাসে উত্তর আমেরিকা গিয়েছিলেন প্রীতম হাসান। এরই মধ্যে দর্শকের আগ্রহে করেছেন ২৬টি শো। ২৩ আগস্ট নিউইয়র্কে সর্বশেষ শো [২৭তম] করে তিন মাসের সফরের ইতি টানবেন হালের জনপ্রিয় এই গায়ক-সুরকার।

দেবদাসখ্যাত বলিউড অভিনেত্রী নাজিমা সোমবার মুম্বাইয়ে মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পর্দায় তিনি নায়ক-নায়িকার বোন বা বন্ধু চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।

সাইয়ারা দিয়ে অভিষেকেই ভক্তদের মন জয় করেছেন আহান পান্ডে ও আনিত পড্ডা। এবার তারা পেলেন কাজের স্বীকৃতি।

আইএমডিবি ব্রেকআউট স্টার স্টারমিটার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তাঁরা।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

সারে জাহাঁ সে আচ্ছা

শেয়ার
সারে জাহাঁ সে আচ্ছা
‘সারে জাহাঁ সে আচ্ছা’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে নতুন থ্রিলার সিরিজ সারে জাহাঁ সে আচ্ছা। গৌরব শুক্লার সিরিজটির প্রেক্ষাপট ১৯৭০-এর দশকের। পারমাণবিক হামলার হুমকি আসে ভারতের ওপর। সেটা থেকে দেশটিকে রক্ষার মিশনে নামে গোয়েন্দা কর্মকর্তা বিষ্ণু সংকর।

সিরিজটির অভিনয়ে আছেন প্রতীক গান্ধী, সানী হিন্দুজা, সোহেল নায়ের, তিলোত্তমা সোম, কৃতিকা কামরা প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

অন্তরে অন্তরে

শেয়ার
অন্তরে অন্তরে
‘অন্তরে অন্তরে’ ছবিতে মৌসুমী ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, মৌসুমী, রাজীব। পরিচালনা শিবলী সাদিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : বিদেশি মেয়েকে বিয়ে করায় শানের বাবাকে ত্যাজ্য করে তার দাদা।

২৫ বছর পর দাদি ফাতেমার সঙ্গে দেখা করতে আসে শান। দাদি তাকে বাড়িতে ঢুকতে দেয় না। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শানকে বাড়িতে ডেকে আনেন। পালক নাতনি ঝিনুকের সেবায় সুস্থ হয়ে ওঠে শান।
আরেক নাতনি কান্তার সঙ্গে শানের বিয়ে ঠিক করেন দাদি। কিন্তু শান ভালোবাসে ঝিনুককে।

মন্তব্য
টিভি হাইলাইটস

হাবুর স্কলারশিপ

শেয়ার
হাবুর স্কলারশিপ
‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিকের দৃশ্য

বৈশাখী টেলিভিশনে রাত ৮টা ৪০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ। রচনা টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী প্রমুখ।

 

দ্য ভেট লাইফ

তিন পশু চিকিৎসক দিয়েরা ব্লু, অব্রে রস ও মাইকেল লেবিন নিজেদের প্রতিষ্ঠান চালু করে।

সেখান থেকে পশুদের চিকিৎসা করেন বিনামূল্যে, কখনো একেবারে স্বল্প অর্থের বিনিময়ে। তাদের এ পথচলা নিয়েই সিরিজ দ্য ভেট লাইফ। আজ সকাল ১১টা ও ১২টায় এনিম্যাল প্লানেটে দেখানো হবে সিরিজটির দুটি পর্ব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ