সেই কবে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হবে কবে সেটাও তো জানি না। এর মধ্যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। যাঁরা অভিনয় করছেন সবাই সময়ের ব্যস্ত আর্টিস্ট। শিডিউল প্যাকআপ হওয়ায় এই আর্টিস্টদের শুটিং ডেট মেলানো খুব টাফ হবে।
বিরামহীন বৃষ্টির কবলে নাটক-ছবির শুটিং
রংবেরং প্রতিবেদক

কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে তুমুল বৃষ্টি—বর্ষা মৌসুমের শেষ সময়ে শ্রাবণের এই বারিধারা থাকবে আরো দুদিন। তেমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। দুই সপ্তাহ ধরে সারা দেশ ভিজছে এমন বৃষ্টিতে। এতে বিপাকে পড়েছে নাটক-ছবির শুটিং ইউনিট।
মাছরাঙা টেলিভিশনে গতকাল প্রচারিত হলো ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’-এর ২৫০তম পর্ব। দেড় বছর ধরে প্রচারিত হচ্ছে সকাল আহমেদের ধারাবাহিকটি। পরিচালক জানান, ধারাবাহিকটি ২৬২ পর্বে ইতি টানা হবে। শেষ পর্বগুলোর শুটিং সেরেছেন বৃষ্টির মধ্যেই। ধারাবাহিকে অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এর মধ্যে আছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, আরফান, মাসুম বাশার, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, প্রাণ রায়, আ খ ম হাসান প্রমুখ। প্রায় সবাই বৃষ্টির মধ্যে ৯ আগস্ট পর্যন্ত শুটিং করেছেন। সকাল আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে শেষের ১০টি পর্বের শুটিংয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। স্পটে গিয়ে গল্প ইম্প্রোভাইজ করতে হয়েছে। বৃষ্টিকেও শুটিংয়ের অনুষঙ্গ করে নিয়েছি। এই ধারাবাহিকে যাঁদের নিয়ে শুটিং করেছি তাঁরা আমার দীর্ঘদিনের কাছের মানুষ। সবাই সিচুয়েশন বুঝে অভিনয় করতে রাজি হয়েছেন। শেষ পর্বগুলোর শুটিংয়ে বাহিরেও যেমন বৃষ্টি হয়েছে, তেমনি আমাদের সবার মনেও বৃষ্টি ঝরছিল। বারবার সবাই স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম।’
বৃষ্টিতে শুটিং আটকেছে এমন আরেকটি ধারাবাহিক ‘প্রবাস পল্লী’। মঈন খান রূপী পরিচালিত নাটকটির শুটিং হচ্ছে পুবাইলে। ধারাবাহিকে ফারহানা মিলি, লুত্ফর রহমান জর্জ, মানসী প্রকৃতি, জয়রাজ, সাদিয়া তানজিন, রিমি করিম, সাব্বির আহমেদ, মৌমিতা মৌ, সুমিত সেনগুপ্তসহ অনেকেই অভিনয় করছেন। মঈন খান বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নাটক। চ্যানেলের সঙ্গে সময় মেলাতেও তো সমস্যা। এক-দুই দিন হলেও তো হতো। সেই কবে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হবে কবে সেটাও তো জানি না। এর মধ্যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। যাঁরা অভিনয় করছেন সবাই সময়ের ব্যস্ত আর্টিস্ট। শিডিউল প্যাকআপ হওয়ায় এই আর্টিস্টদের শুটিং ডেট মেলানো খুব টাফ হবে। অপেক্ষা করছি কবে বৃষ্টি থামবে।’
আফজাল হোসেন, ডলি জহুর ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে রাজবাড়ীতে অনিমেষ আইচ করলেন ‘আবার আসিব ফিরে’ নাটকের শুটিং। বৃষ্টির মধ্যেই তাঁকে কষ্ট করে করতে হলো শুটিং। আফজাল হোসেন বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে শুটিং করতে সবারই বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু উপায় ছিল না, নাটকটি প্রচারিত হবে ১৫ আগস্ট। নাটকে বৃষ্টির ব্যাপারটিও উঠে আসবে।’
গ্রামীণ প্রেক্ষাপটের গল্পের বেশির ভাগ নাটকের শুটিং হয়ে থাকে গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের ভাদুন গ্রামে। এই গ্রামে রয়েছে ২০টিরও বেশি শুটিং হাউস। বৃষ্টির কারণে বর্তমানে বেশির ভাগ বাড়িতেই শুটিং হচ্ছে না। এসব তথ্য জানান ‘হাসনাহেনা’ শুটিং হাউসের ম্যানেজার মুসা মিয়া, ‘হারুনের বাড়ি’র মালিক হারুন সরদার, ‘বাদশা ভাইর শুটিং বাড়ি’র মালিক বাদশা। তাঁরা জানান, তুমুল বৃষ্টি হওয়ায় শুটিং হচ্ছে থেমে থেমে। সারা দিনে অল্প কয়েকটি দৃশ্যধারণ হয়। ইউনিটের সবাই বৃষ্টির শব্দ শুনে এবং আড্ডা দিয়ে দিন পার করেন।
আউটডোরের শুটিংয়ে ব্যাঘাত ঘটলেও ইনডোরে বেশ ব্যস্ততা চলছে। ‘আপন ঘর ১’-এর খলিল বলেন, ‘আমার হাউসে দুটি নাটকের শুটিং চলছে। দুটি নাটকই ইউটিউবে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। বৃষ্টির এই সময়ে বরং শুটিংয়ের জন্য বেশি কল পাচ্ছি। পরিচালকরা আসলে আউটডোরের শুটিং নিয়ে ঝামেলায় আছেন। ইনডোর শুটিংয়ে সমস্যা হচ্ছে না। এর মধ্যে পরিচালক বর্ণ নাথ একটি নাটকের শুটিং পিছিয়েছেন। কারণ তাঁর নাটকের শুটিং হওয়ার কথা ছিল ইনডোর ও আউটডোর মিলিয়ে।’
শুটিং হাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বপ্নীল শুটিং হাউসের মালিক আবদুল আলিম বলেন, ‘আমার হাউসে তিনটি নাটকের শুটিং চলছে। তবে শুনেছি পুবাইলে বৃষ্টিতে বেশ সমস্যা হয়ে যাচ্ছে। এখন এমনিতেই নাটকের বাজেট কম। বৃষ্টির কারণে শুটিং বন্ধ করতে হলে প্রযোজকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’
সম্পর্কিত খবর

আরো খবর

■ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র প্রযোজক শিরিন সুলতানা। আবু হায়াত মাহমুদের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি প্রযোজনা করছেন তিনি, যেটার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। চলচ্চিত্র নির্মাণ ও মুক্তিতে নানা প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিরিন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
■ শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর বাজেট প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি। তবে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, দুই পর্বের ছবিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি। ফলে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

অন্তর্জাল
অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস

সোমবার নেটফ্লিক্সে এসেছে ব্রাজিলীয় নির্মাতা পেত্রা কোস্টার তথ্যচিত্র ‘অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস’। ব্রাজিলের রাজনীতি ও ধর্মের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে এতে। গত দশ বছরে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ উঠে এসেছেন ধর্মীয় অবস্থান থেকে। যার মধ্য দিয়ে বদলে যাচ্ছে ব্রাজিলের আইন, নির্বাচন ও ভবিষ্যৎ।

চলচ্চিত্র
হিরো ৪২০

অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন। পরিচালনা সৈকত নাসির ও সুজিত মণ্ডল। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মিরার ভালোবাসা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা গল্প সাজায় কৃষ্ণেন্দু।

টিভি হাইলাইটস

দেনা পাওনা
দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।
ডার্টি জবস
এনিম্যাল প্লানেটে রাত ৯টায় রয়েছে টিভি সিরিজ ‘ডার্টি জবস’।