ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

নাচের পর এবার অভিনেত্রী নোরার ঝলক দেখার পালা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
নাচের পর এবার অভিনেত্রী নোরার ঝলক দেখার পালা
নোরা ফাতেহি

কানাডা থেকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মুম্বাইয়ে এসেছিলেন নোরা ফাতেহি। স্বপ্ন ছিল হিন্দি ছবিতে অভিনয় করবেন। এক-আধটা ছবিতে তাঁকে ছোটখাটো চরিত্রেও দেখা গেছে। আইটেম গার্ল খ্যাতি তাঁকে বরাবরই অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছে।

তবু নিজেকে অভিনেত্রী পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নোরা ফাতেহি। মুখিয়ে থাকেন অভিনয়ের সুযোগ পেতে। বলিউড তাঁকে কেন আইটেম গার্ল ছকেই বেঁধে রেখেছে, তা নিয়ে হতাশার কথাও জানিয়েছেন। এবার প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছে।
তবে সেই সুযোগ এসেছে দক্ষিণ ভারতের তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। অভিনেতা বরুণ তেজের বিপরীতে অভিনয় করবেন নোরা। করুণা কুমার পরিচালিত ছবির নাম পলাশা। বেশ বড় বাজেট নিয়ে তৈরি হবে ছবিটি।
নোরা ছাড়াও ছবির আরেক নায়িকা হবেন মীনাক্ষি চৌধুরী। নোরা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই। আমি সবাইকে দেখাতে চাই যে অভিনয়টাও আমি পারি। আসলে নিজেকে আরো উন্নত করার নেশায় আমি সব সময় মত্ত থাকি। তাই শুধু নাচ নয়, অভিনয়, ভাষা সব ক্ষেত্রেই নিজেকে আরো উন্নত করার চেষ্টা করি।
এত বছর পর মনে হচ্ছে, এমন চরিত্রের জন্যই অপেক্ষা করছিলাম। চরিত্রটিতে অভিনয়ের বেশ সুযোগ রয়েছে। ১৯৬০ সালের এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি। আগামী মাস থেকেই শুটিং শুরু হবে। বলিউড নায়ক ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের মডগাঁও এক্সপ্রেস ছবিতেও মূল চরিত্রে অভিনয় করার কথা রয়েছে এই অভিনেত্রীর। এই ছবির মাধ্যমে আরো একটি চমক দিতে চলেছেন ফারহান। মডগাঁও এক্সপ্রেস পরিচালনা করবেন নায়ক কুনাল খেমু। সব কিছু ঠিকঠাক এগোলে এই ছবির মাধ্যমেই কুনালের অভিষেক হবে পরিচালক হিসেবে। তার মানে কুনালের পরিচালনায় হাস্যরসাত্মক ছবিটিতে নোরাকে অভিনয় করতে দেখা যাবে। নোরা জানিয়েছেন, চলতি বছর নায়িকা হিসেবে নোরার আরো দুই-তিনটি ছবির ঘোষণা হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে আইটেম গার্ল হিসেবে কম পাওয়া যাবে দিলবার গার্লকে। এরই মধ্যে আইটেম গার্ল হওয়ার অনেক প্রস্তাব না করে দিয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

স্পেশাল ওপ্স-সিজন ২

শেয়ার
স্পেশাল ওপ্স-সিজন ২
‘স্পেশাল ওপ্স-সিজন ২’ সিরিজে কে কে মেনন

২০২০-এ নীরাজ পাণ্ডের স্পেশাল ওপ্স দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পাঁচ বছর পর গতকাল জিও হটস্টারে এসেছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। ভারতের ডিজিটাল সেবা ইউপিআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে চরম বিপর্যয়ে ঠেলে দিতে চায় বীর আবাস। সেই হুমকি থেকে ভারতকে বাঁচানোর মিশনে হিম্মত সিং।

অভিনয়ে আছেন কে কে মেনন, করণ ট্যাকার, বিনয় পাঠক, মেহের বিজ, তাহির রাজ ভাসিন প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

গলুই

শেয়ার
গলুই
‘গলুই’ ছবিতে শাকিব খান ও পূজা চেরী

অভিনয়ে শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম। পরিচালনা এস এ হক অলিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অবসরে গাছের সঙ্গে কথা বলে লালু।

গাছের গায়ে আঁকে ছবি। সেই গাছ কেটে লালুর বাবা নৌকা বানায়, অংশ নেয় নৌকাবাইচে। ২০ বছর পর সেই নৌকা নিয়ে নৌকাবাইচে নামে লালু। কারণ জমিদারের নাতনি মালা বিজয়ী দলপতির গলায় নিজ হাতে বানানো মালা পরিয়ে দেয়।
লালুর সাধ হয়, তার গলায়ও মালা পরাবে মালা। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মালার বিয়ে ঠিক হয় অন্য ছেলের সঙ্গে।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘মান-অভিমান’ ধারাবাহিকের দৃশ্য

মান-অভিমান

দীপ্ত টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক মান-অভিমান। ২০১৯ সালের নাটকটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি আবারও দেখানো হচ্ছে এটি। চিত্রনাট্য নাসিমুল হাসান, পরিচালনা রাজু খান।

অভিনয়ে রোজী সিদ্দিকী, অশোক বেপারি, শিবলী নোমান, ইফফাত আরা তিথি, কাজী রাজু প্রমুখ।

 

সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাচের রিয়েলিটি শো সুপার ড্যান্সার-এর পঞ্চম মৌসুম। চার বছর পর আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এ অনুষ্ঠান। বরাবরের মতোই বিচারকের আসনে থাকছেন শিল্পা শেঠি ও গীতা কাপুর।

তাঁদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কোরিওগ্রাফার মারজি পিস্তোনজি।

প্রাসঙ্গিক
মন্তব্য
ছবিতে সংবাদ

ফারিণের ছবিময় কবিতা

শেয়ার
ফারিণের ছবিময় কবিতা

অভিনয় করেন তাসনিয়া ফারিণ। আর ফুরসত মিললেই উড়াল দেন নতুন কোনো গন্তব্যে, ঘুরতে। সম্প্রতি বেড়াতে গেছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার একটি কটর উপসাগরের তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

উচ্ছল হাসিমাখা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কবিতা। যেটাতে ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তাঁর ভালোবাসার কথা। বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি-এমন কাব্যিক কিছু কথায় ভাবনার প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলো তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছে।
প্রায় ৮০ হাজার প্রতিক্রিয়া জমা হয়েছে পোস্টে। প্রসঙ্গত, গতকাল অভিনেত্রীর নতুন একটি নাটক এসেছে অন্তর্জালে। বসন্ত বিকেল নামের নাটকে তাঁর সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। পরিচালনায় সৈয়দ শাকিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ