দুই বছর আগে এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানিয়েছিলেন, সুযোগ পেলে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা ও মীনা কুমারীর বায়োপিকে মনপ্রাণ দিয়ে অভিনয় করবেন। বলিউডে তখন কৃতির কৃতিত্বের বন্দনা চলছিল, কারণ ‘মিমি’ ছবিতে তাঁর অভিনয় দারুণ পছন্দ করেছিলেন সবাই। গত বছর মার্চে ভারতীয় মিডিয়া জানাল, ‘অধুরি কাহানি’খ্যাত অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক হতে চলেছে এবং সেখানে মীনার বেশে অভিনয় করবেন কৃতি। গত এক বছর আর কোনো খবর নেই বায়োপিকটির।
মীনা কুমারী হতে পারবেন কৃতি?
রংবেরং ডেস্ক

কিন্তু এই খবরে জল ঢেলে দিল টাইমস অব ইন্ডিয়ার আরেকটি খবর। সংবাদমাধ্যমটি যোগাযোগ করে মীনা কুমারী-কামাল আমরোহী দম্পতির সন্তান তাজদার আমরোহীর সঙ্গে। মায়ের বায়োপিক, মণীশ ও কৃতি শ্যাননের অভিনয়ের খবর শুনে অবাক হন তাজদার।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
সরজমিন

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।
টিভি হাইলাইটস
কাজিনস

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।