রাশিয়ার চেবকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের মোহাম্মদ নূরুজ্জামানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। উচ্ছ্বাস প্রকাশ করে রাশিয়া থেকে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘এখানে আমি কোনো প্রত্যাশা নিয়ে আসিনি। ছবিটি বানিয়েছি আমাদের সংস্কৃতির বিষয়াদি নিয়ে। এখানে এসে দেখতে চেয়েছি, আমাদের গ্রীষ্মের ছুটির সঙ্গে অন্য দেশের মানুষ রিলেট করতে পারে কি না।
নূরুজ্জামান বললেন, পুরস্কারটা বোনাস
রংবেরং প্রতিবেদক

২৬ মে শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে ১ জুন। আসরের মূল প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছিল ‘আম-কাঁঠালের ছুটি’।
গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ছবিটির প্রিমিয়ার হয়। এ বছরের ২১ জুলাই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।
সম্পর্কিত খবর

আরো খবর

■ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র প্রযোজক শিরিন সুলতানা। আবু হায়াত মাহমুদের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি প্রযোজনা করছেন তিনি, যেটার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। চলচ্চিত্র নির্মাণ ও মুক্তিতে নানা প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিরিন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
■ শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর বাজেট প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি। তবে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, দুই পর্বের ছবিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি। ফলে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

অন্তর্জাল
অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস

সোমবার নেটফ্লিক্সে এসেছে ব্রাজিলীয় নির্মাতা পেত্রা কোস্টার তথ্যচিত্র ‘অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস’। ব্রাজিলের রাজনীতি ও ধর্মের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে এতে। গত দশ বছরে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ উঠে এসেছেন ধর্মীয় অবস্থান থেকে। যার মধ্য দিয়ে বদলে যাচ্ছে ব্রাজিলের আইন, নির্বাচন ও ভবিষ্যৎ।

চলচ্চিত্র
হিরো ৪২০

অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন। পরিচালনা সৈকত নাসির ও সুজিত মণ্ডল। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মিরার ভালোবাসা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা গল্প সাজায় কৃষ্ণেন্দু।

টিভি হাইলাইটস

দেনা পাওনা
দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।
ডার্টি জবস
এনিম্যাল প্লানেটে রাত ৯টায় রয়েছে টিভি সিরিজ ‘ডার্টি জবস’।