‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না আমায় স্বার্থপর’—সোলসের এই গানের মতো ব্যস্ততায় সময় কাটছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানির। বিয়ের পর ‘সিয়ারা’ নামে পরিচিতি পাচ্ছেন এই যুগল। ফেব্রুয়ারি মাসে জমকালো আয়োজনে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের ‘শেরশাহ’ জুটি। বিয়ের পর একান্তে সময় কাটাতে নবদম্পতি মধুচন্দ্রিমায় যাওয়ার অলিখিত নিয়ম, তবু অভিনয়ের ব্যস্ততার কারণে এখনো যেতে পারেননি তাঁরা।
এখনো হয়নি তাঁদের মধুচন্দ্রিমা
রংবেরং ডেস্ক

এদিকে শিগগিরই স্বামী সিদ্ধার্থর সঙ্গে দ্বিতীয়বার পর্দায় দেখা যাবে কিয়ারাকে। বিয়ের পর এটিই হবে একসঙ্গে তাঁদের প্রথম কাজ। যাঁর হাত ধরে এই জুটির বলিউডে আগমন, সেই করণ জোহরই হবেন ছবির প্রযোজক।
সম্পর্কিত খবর

মা-মেয়ের প্রথম মৌলিক গান
রংবেরং প্রতিবেদক

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানিসর বড় কন্যা রোদেলাও গানের জগতে পা রেখেছেন। তাঁর গাওয়া গানগুলো প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।

অন্তর্জাল
দ্য গ্রিংগো হান্টারস

গতকাল নেটফ্লিক্সে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘দ্য গ্রিংগো হান্টারস’। কিছু মার্কিন লুকিয়ে রয়েছে মেক্সিকোতে, এ নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীতে দেখা দেয় সংকট। পলাতক মার্কিনদের খুঁজতে শ্বাসরুদ্ধকর মিশনে নামে মেক্সিকোর পুলিশ। সিরিজটির অভিনয়ে আছেন ম্যানুয়েল মাসালভা, হেক্টর কতসিফাকিস, অ্যান্ড্রু লেল্যান্ড রজারস, জেসিকা লিন্ডসে প্রমুখ।

চলচ্চিত্র
এই ঘর এই সংসার

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

টিভি হাইলাইটস
ডেডলিয়েস্ট ক্যাচ

সন্ধ্যা ৬টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর পর্ব ‘বম্ব সাইক্লোন’। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।
।