ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

মোহন ভাইয়ের বাসা ছিল নাট্যকর্মীদের তীর্থস্থান

  • দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মোহন খান। মঙ্গলবার রাত ১২টায় পরলোকে পাড়ি জমান টিভি নাটকের এই জনপ্রিয় নির্মাতা। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেতা মাহফুজ আহমেদ
শেয়ার
মোহন ভাইয়ের বাসা ছিল নাট্যকর্মীদের তীর্থস্থান
মোহন খান

মোহন ভাইয়ের বাসা ছিল নাট্যকর্মীদের তীর্থস্থান

মাহফুজ আহমেদ

অভিনেতা হওয়ার আগে থেকেই মোহন ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমি তখন সাংবাদিক, মোহন ভাইও সাংবাদিক ছিলেন। তিনি ‘অঙ্গনা’ নামে একটি ম্যাগাজিন বের করতেন, আমাকে সেখানে ডেকে নিয়েছিলেন। সেই পত্রিকায় কিছুদিন কাজও করেছিলাম।

যখন অভিনয় শুরু করি তখন মোহন ভাই ছায়ার মতো পাশে ছিলেন। যেকোনো প্রয়োজনে আমি তাঁর কাছে পরামর্শ চাইতাম। তিনি নির্দ্বিধায় ভালো-মন্দ বলে দিতেন। আমার প্রথম দিকের বেশির ভাগ নাটকই তাঁর পরিচালনায় নির্মিত।
টেলিভিশন নাটককে ঘরের বাইরে নিয়ে যাওয়া, প্রকৃতি দেখানো, সুন্দর গল্প উপস্থাপন—সবই শুরু হয়েছিল মোহন ভাইয়ের হাত ধরে। তাঁর মাধ্যমেই দর্শকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। সাধারণ সেট থেকে আউটডোর শুটিংয়ের ধারা গড়ে ওঠে। মোহন ভাই মনে-প্রাণে একজন নাট্য নির্মাতা ছিলেন।
তাঁর খাওয়া-ঘুম ছিল নাটক ঘিরেই। দুজনের দীর্ঘদিনের সম্পর্কে কখনো দেখিনি মোহন ভাই কালো মুখ করে কথা বলছেন। সারাক্ষণ মুখে হাসি লেগে থাকত। তাঁর বাসা ছিল নাট্যকর্মীদের তীর্থস্থান। আমরা প্রায়ই তাঁর বাসায় আড্ডা দিতাম।
আমাকে আড্ডায় মধ্যমণি করে রাখতেন। তাঁর মৃত্যুর খবর শোনার পর খুব অসহায় লাগছে আমার। নিজের প্রতি আক্ষেপও হচ্ছে। অনেকটা আলসেমি করে তাঁকে দেখতে যাইনি। অসুস্থ হয়েছেন শুনেছি। পরে সুস্থ হয়েছেন জেনে মনে করলাম কিছুদিন পরে বাসায় যাব। সেই সুযোগটা আর হলো না। সারাজীবন আমার মধ্যে এই অপরাধবোধ কাজ করবে। আসলে আমি অভিনেতা হিসেবে তুমুল ব্যস্ত হয়ে পড়ার পর মোহন ভাইয়ের সঙ্গে দূরত্বটা বাড়তে থাকে। দু-একটা অনুষ্ঠান ছাড়া আর দেখা করার সুযোগ হতো না। শেষবার তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে বছর দেড়েক আগে, এক অনুষ্ঠানে। তাঁর মৃত্যুর পর একটা কথা বারবার মনে পড়ছে। তিনি বোধ হয় অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন। কাউকে বুঝতে দেননি। একটা সময় নিয়ম করে দেশের বাইরে চেকআপ করতে যেতেন। আমরা জিজ্ঞাসা করলে বলতেন, রুটিন চেকআপ। অথচ এত বড় রোগ তিনি ভেতরে ভেতরে বয়ে বেড়িয়েছেন। কাউকে জানতে দেননি। তাঁকে আমি মন থেকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। ভবিষ্যতেও করব। তাঁর মতো নাটকপ্রেমী আর আমরা পাব কি না জানি না। তাঁকে হারানোর কষ্টটা বুকের মধ্যে রয়ে যাবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আপ জ্যায়সা কোয়ি

শেয়ার
আপ জ্যায়সা কোয়ি
‘আপ জ্যায়সা কোয়ি’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি আপ জ্যায়সা কোয়ি। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

হঠাৎ বেঁকে বসে শ্রীরেনু, ভেঙে দেয় বাগদান। ছবিটির অভিনয়ে আছেন আর মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

অঙ্গার

শেয়ার
অঙ্গার
‘অঙ্গার’ ছবির দৃশ্য

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া আলীসহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ