ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

‘মুখ ও মুখোশ’-এ যেভাবে যুক্ত হলেন পিয়ারী

শেয়ার
‘মুখ ও মুখোশ’-এ যেভাবে যুক্ত হলেন পিয়ারী
‘মুখ ও মুখোশ’-এ পিয়ারী বেগম

পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর অন্যতম নায়িকা পিয়ারী বেগম। ছবিটিতে কিভাবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন, জীবদ্দশায় (২০ মে, ২০১৬) কালের কণ্ঠকে জানিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে সংক্ষেপিত

আমরা থাকতাম পুরনো ঢাকার আগামসি লেনে। সমবয়সী পাড়া-প্রতিবেশী মিলে স্টেজ বানিয়ে নাটক করতাম।

সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। আগামসি লেন থেকে তাজমহল আর নিউ পিকচার হাউস খুব কাছে ছিল। তাজমহলেই সিনেমা বেশি দেখতাম। মধুবালা, সুরাইয়া, নার্গিসের অভিনয় দেখে মনে মনে আফসোস করতাম, ইশ, যদি এ রকম হতো, ওদের মতো হলে গিয়ে সবাই আমার অভিনয় দেখত।

চিত্রালীতে বিজ্ঞাপন দেখিপূর্ব পাকিস্তানে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। তারা শিল্পী, নায়িকা খুঁজছে। অফিসের ঠিকানাও আমাদের বাড়ির কাছেই নবাব কাটারায়। একদিন বান্ধবী জহরত আরাকে নিয়ে অন্য বান্ধবীর বাসায় যাব বলে বাসায় মিথ্যা বলে চলে গেলাম।

ইকবাল ফিল্মসের অফিস খুঁজে বের করলাম। ভেতরে যাওয়ার পর দেখি, জব্বার সাহেব, ছবির ক্যামেরাম্যান কিউ এম জামান, শাহজাহান নামে তাঁদের সঙ্গের আরো একজন বসে আছেন। জব্বার সাহেব আমাদের এটা-সেটা জিজ্ঞাসা করলেন। অভিনয় সম্পর্কেও জিজ্ঞাসা করলেন। যেটুকু পারি, জানি, নিজেরা করেছিবললাম।
তারপর বললাম, কার্জন হলে নাটক মঞ্চস্থ হবে, তাতে সেকেন্ড হিরোইনের রোল করছি। কবে হবে জেনে তিনি দেখতে গিয়েছিলেন। বোধ হয় রবীন্দ্রনাথের রক্তকরবী ছিল, চরিত্রের নাম ভুলে গেছি।

নাটক দেখে এসে তিনি বললেন, তোমাকে ভালোই লেগেছে। আমাদের তো খুব টেনশন হচ্ছিল, সিলেক্ট হলাম কি হলাম না। তাঁরা আরেক দিন ডেট দিলেন। আমরা আবার গেলাম। গিয়ে দেখি, কিউ এম জামান, জব্বার সাহেব, কলকাতা থেকে আসা ক্যামেরাম্যান মুরলি মোহন, সিনেমায় দাড়িওয়ালা ডাকাতের ভূমিকায় অভিনয় করা ইনাম আহমেদ সাহেব আছেন। তাঁরা আমাদের প্রশ্নের পর প্রশ্ন করলেন। অভিনয় কেমন লাগে, কিভাবে আগ্রহ জন্মেছে? আমরা বলেছি, সিনেমা দেখেই আগ্রহ জন্মেছে। এখানে সে রকম সুযোগ ছিল না বলে এত দিন চুপচাপ ছিলাম। জানতে চাইলেন, অভিনয় করতে পারবে? বললাম, নির্বাচিত হলে পারব।

ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হওয়ার পরেও আমরা কিন্তু বাসায় জানাইনি। কিছুদিন পরে চিত্রালী আমার মানে নায়িকা রাশিদার পুরো পাতাজুড়ে ছবি ছাপাল। দেখে আব্বা (আবদুল মালেক) জিজ্ঞাসা করলেন, ছবিটি তো তোমার! কখন কি করলে না করলে কিছুই তো জানতে পারলাম না। আমাদের সমাজে এ তো কেউ ভালো চোখে দেখে না। কাজটি যে করেছ, আমাকে জানাওনি, ঠিক করোনি। আমি পারমিশন দিচ্ছি না। পড়াশোনাই করো, এ লাইনে যাওয়ার দরকার নেই।

মহাবিপদে পড়ে দুই বান্ধবী চুপি চুপি জব্বার সাহেবের সঙ্গে দেখা করে বললাম, আব্বা তো রাজি নন। বললাম, আপনি যদি কনভিন্স করতে পারেন, খুব ভালো হয়। তিনি আব্বার সঙ্গে দেখা করে বললেন, আপনি যদি ওর অভিনয় বন্ধ করে দেন, তাহলে আমার অনেক ক্ষতি হবে, অনেক পিছিয়ে যাব। আপনার মেয়ে, আমার মেয়ে। এ কথার পর তিনি আরো বলেছিলেন, কোনো চিন্তা করবেন না। আব্বা আর না করলেন না।

ছবির মহরত হয়েছিল ঢাকার শাহবাগ হোটেলে (পিজি হাসপাতাল) উদ্বোধন করেছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক। আমি, আমার বাবা, জহরত আরা, তার বাবাআমরা এই চারজন কলাকুশলীদের পক্ষ থেকে গিয়েছিলাম। মহরতের পর জব্বার সাহেব শেরেবাংলার সঙ্গে আমাদের সিনেমার নায়িকা বলে পরিচয় করিয়ে দিলেন। এটি ১৯৫৪ সালের কথা। শুটিংয়ের আগে জব্বার সাহেব আমার নাম বদলে রাখলেন নাজমা। টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম শুটিং হলো। পুরোপুরি শেষ করতে দুই বছর লেগেছে। পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা ছবি রিলিজ হয়েছেএটি বেশ ভালোভাবে প্রচার করা হয়েছিল। ১৯৫৬ সালের ৩ আগস্ট মফস্বলের কয়েকটি হল এবং সদরঘাটের রূপমহল সিনেমা হলে মুখ ও মুখোশ মুক্তি পেয়েছিল।

    

(কথায় কথায় পাতায় পুরো সাক্ষাৎকারটি ছাপা হয় ২৩ সেপ্টেম্বর, ২০১৬)

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন সূর্য দীঘল বাড়িখ্যাত বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। 

গানচিত্রের মডেল হয়েছেন শবনম বুবলী। তানিম রহমান অংশুর নির্মাণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানচিত্রটির শুটিং।

কলকাতার আকাশ সেনের সুরে গানটি কে গেয়েছেন, তা জানাননি সংশ্লিষ্টরা।

ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। ব্যান্ডটি থেকে অনেক আগেই তিনি সরে এসেছেন। তবে সে ব্যান্ডটি এগিয়ে এসেছে তাঁর চিকিৎসা সহায়তায়।

২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ইমরান। এতে মেকানিক্সের সঙ্গে পারফরম করবে সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, পাওয়ারসার্জসহ আটটি ব্যান্ড।

প্রাসঙ্গিক
মন্তব্য

এক মলাটে জুলাইয়ের ৬৩ গান

শেয়ার
এক মলাটে জুলাইয়ের ৬৩ গান

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো এবার পাওয়া যাবে এক মলাটে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে জুলাইয়ের গান শিরোনামে বইটি শিগগির প্রকাশ করা হবে। মনজুর হোসেন বলেন, আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ঠিক সেই সময়ে কথা ক শিরোনামে একটি গান প্রকাশ করেন বাংলাদেশি র‌্যাপার মোহাম্মদ সেজান। পাশাপাশি র‌্যাপার হান্নান করেন আওয়াজ উডা বাংলাদেশ। দ্রুত তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানগুলো।
নতুন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। এর বাইরে আরো বেশ কয়েকটি গান তখন মানুষকে সাহস জোগায়। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে, সেখান থেকে ৬৩টি গানের সংকলন এই জুলাইয়ের গান

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো

শেয়ার
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানের দৃশ্য

দুই সিজনের সাফল্যের পর নেটফ্লিক্সে চলছে কমেডি অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোর তৃতীয় সিজন। শনিবার এসেছে নতুন পর্ব। এতে অতিথি হয়েছেন ওটিটির চার তারকা অভিনেতাজয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা, জিতেন্দ্র কুমার ও প্রতীক গান্ধী। তাঁদের সঙ্গে মজাদার আড্ডায় কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ।

এ ছাড়া বিশেষ চমক হিসেবে এসেছেন কে-পপ তারকা জ্যাকসন ওয়াং।

মন্তব্য
চলচ্চিত্র

কুলি

শেয়ার
কুলি
‘কুলি’ ছবিতে ওমর সানী

অভিনয়ে ওমর সানী, পপি, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : কেরামত আলী ব্যাপারী খুবই লোভী ও অহংকারী মানুষ।

মেয়ে পপির বিয়ের জন্য ঘটক যত পাত্রের ছবি দেখায় কোনোটাই পছন্দ হয় না তার। কারো বয়স বেশি, কারো আয় কম। ঘটক রেগে গিয়ে বলে বসে, এত বাছবিছার করলে শেষ পর্যন্ত দেখা যাবে মেয়ের বিয়ে হবে কোনো কুলির সঙ্গে। ঘটনা তাই ঘটে।
রেল স্টেশনের কুলি রাজু প্রেমে পড়ে পপির। বড় ব্যবসায়ী সেজে পপিকে বিয়ে করে সে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ