২ জুন বিয়ের পিঁড়িতে বসবেন গায়িকা ফাতিমা তুয-যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিব। দুজনের পরিচয়, সম্পর্ক থেকে বিয়ে—সব জানিয়েছেন ঐশী। লিখেছেন মীর রাকিব হাসান
বিয়ের প্রস্তুতি কেমন চলছে?
সবাইকে আমন্ত্রণ দেওয়ার কাজেই বেশি ব্যস্ততা যাচ্ছে। কেনাকাটা দুই পরিবার মিলেই করেছি।
বিয়ে তো শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, দুই পরিবারের অনেক মানুষের সম্পর্ক হয় এখানে। সবার অংশগ্রহণেই চলছে এই বিয়ের প্রস্তুতি।
শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কেমন জমল?
আরেফিন জিলানী সাকিবের পরিবারের অনেকের সঙ্গেই বিয়ের আগে পরিচয় হয়েছে। ওর দুই ভাইয়ের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে।
ওর মা-বাবা দুজনই অনেক সুইট। তবে হবু শ্বশুরের সঙ্গে একটু বেশিই ভালো সম্পর্ক হয়েছে। মেয়েরা একটু বাবাভক্ত হয়। এক বাবা হারিয়ে আমি আরেক বাবা পেয়েছি। আমার নতুন মা শুনে রাগ করতে পারেন (হাসি)। তাঁকেও অনেক ভালোবাসি কিন্তু।
সংসার পাতবেন কোথায়?
মোহাম্মদপুর শ্বশুরবাড়িতে উঠব। সবার সঙ্গে থেকে ভালো লাগবে।
আপনাদের পরিচয় হয়েছিল কিভাবে?
কাজের সুবাদেই পরিচয়।
আমাদের একটা গেট টুগেদারে প্রথম দেখা। সেখানেই কথা, পরিচয়। পরে কথা বলতে বলতে জীবনের এই পর্যায়ে এসেছি। একজন মানুষকে চেনার জন্য যেমন দুই বছর কম সময়, আবার এক দেখাতেও মানুষের অনেক কিছুই জানা যায়। আবার কখনো যুগ ধরেও চেনা যায় না।
হবু বরের কোন কোন দিক আপনাকে বেশি মুগ্ধ করে?
যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। ভালো লাগার মানুষকে নিয়ে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। তবে বিশেষ কিছু দিক আছে। আমি সবার আগে বিবেচনা করি সে কেমন মানুষ। ও খুবই ভালো মনের একজন মানুষ। আর মেয়েরা সব সময় চায় সঙ্গী তাকে কতটা গুরুত্ব দিচ্ছে। তার কাছে আমার গুরুত্ব আছে। তাকে আমি আমার মতো করে দেখতে পাই। সে আমাকে সম্মান করে। আমার জীবনে এমন একটা মানুষের প্রয়োজন ছিল। সে ব্যক্তি হিসেবে সৎ। সাধারণ জীবন যাপন করে। সে ক্যারিয়ার ফোকাসড। ভবিষ্যতে কী করতে চায়, সে বিষয়ে ক্লিয়ার ধারণা রয়েছে। ওর চিন্তা-ভাবনা অনেক পরিণত। আমার পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে। আম্মু তো বলে, আমি নতুন একটা ছেলে পেয়েছি। এটা আমার বড় ছেলে। বিয়ে নিয়ে সব মা-বাবার টেনশন থাকে। বিয়ের আগে আম্মুর মধ্যে যে একটা আনন্দ দেখতে পাচ্ছি এর চেয়ে আর বেশি কিছু লাগে না।
আপনার ক্যারিয়ার নিয়ে সাকিবের ভাবনা কী?
সে আমার পেশাগত জায়গাটাকে সম্মান করে। অবশ্যই সে এগুলো জেনেই সম্পর্কে এগিয়েছে। ও আমার গানের অনুরাগীও। নিজেও গানবাজনা বেশ পছন্দ করে। গান নিয়ে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারি।
সাকিব নিজেই তো শোবিজের মানুষ। মডেলিং-অভিনয় করেন...
ও শোবিজে নতুন। ও একটি ওষুধ কম্পানিতে জব করছে। চাকরির পাশাপাশি শোবিজে আস্তে আস্তে ব্যস্ততা বাড়াবে। ও অভিনয়ের খুব মনোযোগী ছাত্র, মন দিয়ে অভিনয় করতে চায়। সর্বশেষ চরকির ‘ইন্টার্নশিপ’, মোশাররফ করিমের সঙ্গে ‘ড্রাইভার’ সিরিজ করেছে।
আপনার গানের ব্যস্ততা কী?
শিগগিরই একটা ধামাকা পাবে শ্রোতারা। একটু রহস্য থাকুক, একটাই বলতে পারি ‘খেলা হবে’।