ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
ফের ইউরোপে মিউজিক্যাল ট্যুর

এবার আঁখির সঙ্গী পুলক ও প্রিয়াঙ্কা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এবার আঁখির সঙ্গী পুলক ও প্রিয়াঙ্কা

দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস। তালিকায় যোগ হতে পারে জার্মানিও। হাতে এখনো সময় আছে। ইউরোপের বিভিন্ন দেশের আয়োজকরাও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো দেশ এবার কাভার করতে পারি।   -আঁখি আলমগীর, কণ্ঠশিল্পী

 

এবার আঁখির সঙ্গী পুলক ও প্রিয়াঙ্কা

২৮ এপ্রিল রাতের ফ্লাইটে ইউরোপ ট্যুরের উদ্দেশে ঢাকা থেকে প্যারিস যান কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও প্রতীক হাসান। সংক্ষিপ্ত সফরে দুজন প্যারিস ও বেলজিয়ামের কয়েকটি শোতে গান পরিবেশন করেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৯ মে দেশে ফিরতে হয় আঁখিকে।

তবে আসার সময় আয়োজকদের কথা দিয়ে এসেছেন, নতুন করে ভিসা পাওয়ার পর আবার ইউরোপ ট্যুর দেবেন তিনি। দেশে ফিরে এরই মধ্যে ভিসার আবেদন করেছেন। খুব শিগগিরই আবার ইউরোপের বিভিন্ন দেশে যাবেন বেশ কয়েকটি কনসার্টে অংশ নিতে। তবে এবার তাঁর সঙ্গী বদলে গেছে।
প্রতীকের শিডিউল না থাকায় এবার আঁখির সফরসঙ্গী হবেন পুলক অধিকারী ও প্রিয়াঙ্কা গোপ।

আঁখি আলমগীর বলেন, ‘শিডিউল জটিলতার কারণে প্রতীককে এবার  পাচ্ছি না। পুলক ও প্রিয়াঙ্কাকে নিয়ে এবার অন্তত চার-পাঁচটি দেশে শো করতে হবে। দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস। তালিকায় যোগ হতে পারে জার্মানিও।

হাতে এখনো সময় আছে। ইউরোপের বিভিন্ন দেশের আয়োজকরাও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো দেশ এবার কাভার করতে পারি।’

দেশে আপাতত কোনো শো করছেন না বলেও জানান আঁখি। আপাতত প্রিয়জনদের নেমন্তন্ন রক্ষা করেই সময় পার করছেন। আঁখি বলেন, ‘এমনিতে আমার ওপর প্রিয়জনদের অনেক অভিযোগ। দাওয়াত দিয়েও আমাকে তাঁরা পান না। এবার ঠিক করেছি যে কয়দিন ফ্রি আছি, যিনিই দাওয়াত করবেন হাজির হয়ে যাব। এখন যেহেতু বর্ষার মৌসুম, ঘরোয়া শো ছাড়া ওপেন কনসার্ট হবে না, তাই পরিবার-পরিজনদের সঙ্গে সময়টা উপভোগ করছি।’

ইউরোপ সফর প্রসঙ্গে পুলক অধিকারী বলেন, ‘এর আগে আঁখি আপুর সঙ্গে ওমানে একটি কনসার্ট করেছিলাম। দারুণ হয়েছিল কনসার্টটি। এবারও আপু আমাকে আর প্রিয়াঙ্কাকে বললেন ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে। আমরা দিয়েছিও। আশা করছি শিগগির ভিসা হাতে পাব। ইচ্ছা আছে জুলাইয়ের প্রথম সপ্তাহে সেখানে যাব। এবার অন্তত ১০টি শো হওয়ার কথা আমাদের। আশা করছি আমাদের মনে রাখার মতো সফর হবে এটি।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ