ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

অভিনয়ের খুঁতগুলো সারতে আরো সময় লাগবে

  • রোজার ঈদের নাটক ‘লাভ সেমিস্টার’—ক্যারিয়ারের প্রথম নাটকেই আলোচনায় চলে এসেছেন অভিনেত্রী নাজনীন নীহা। কোরবানির ঈদেও পর্দায় পাওয়া যাবে তাঁকে। এই তরুণতুর্কির গল্প শুনেছেন মীর রাকিব হাসান
শেয়ার
অভিনয়ের খুঁতগুলো সারতে আরো সময় লাগবে
নাজনীন নীহা, ছবি : সংগৃহীত

প্রথম নাটকেই রাতারাতি পরিচিতি পেয়ে গেলেন...

প্রথমবার অভিনয় করেই এত প্রশংসা পাব ভাবিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এর আগেও নাটক-সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। লাভ সেমিস্টার প্রচারের পর এখন প্রায় প্রতিদিনই অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।

ভালো চরিত্র পেলে তবেই করব।

নতুন কাজের কী খবর?

বিজ্ঞাপনচিত্রের শুটিং তো আগে থেকেই করি, এখনো করছি। মুশফিক ফারহানের সঙ্গে মাহমুদুর রহমান হিমির নাটক সুইট প্রবলেম করছি। এক দিন শুটিং হওয়ার পরই ফারহান ভাইয়ার সহকারী মারা যাওয়ায় শুটিং পিছিয়েছে।

ঈদের আরো কয়েকটি নাটকে অভিনয়ের কথা আছে। এগুলো নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমি যে চরিত্র ধারণ করতে পারব বলে মনে করি সেগুলোই করার চেষ্টা করছি। জটিল চরিত্রে এখনই ঢুকতে চাচ্ছি না।
কারণ আমার অভিনয়ের খুঁতগুলো সারতে আরো সময় লাগবে।

 

খুঁত আছে বুঝলেন কিভাবে?

নিয়মিত মডেলিং করলেও অভিনয়ের প্রতি একটা ভয় আছে এখনো। একজন পরিচালক আমাকে বিশ্বাস করে কাজে নেবেন, সেটা ঠিকঠাক করতে না পারলে নিজের কাছে নিজেই ভীষণ অপমানিত হব। দর্শকের কাছেও হাসির পাত্রী হতে চাইনি। আরো প্রস্তুতি নিয়ে অভিনয়ে নামতে চাইছিলাম।

তবে লাভ সেমিস্টার করতে গিয়ে একটা ভরসা পেয়েছিলাম। গল্প ও পরিচালকের আগ্রহে সাহসটা করলাম। পরিচালক প্রবীর রায় চৌধুরী দাদা, সহশিল্পী ফারহান আহমেদ জোভান ভাই ভীষণ হেল্প করেছেন। নাটকটির শুটিং পরিকল্পনা হয়েছে প্রায় ছয় মাস ধরে। তবু নাটকটি দেখার পর মনে হয়েছে আমি আরো ভালো করতে পারতাম। ইমোশনাল কিছু দৃশ্যে আরো উন্নতি করতে হবে। চেষ্টা করছি এই শেখার ধারা অব্যাহত রাখতে।

 

অভিনয়ে নামার আগে মডেলিংয়ে কী কী করেছেন?

লকডাউনের আগে দুটি ফটোশুট করেছিলাম। এরপর আমার এসএসসি পরীক্ষার জন্য আর কাজের চেষ্টা করিনি। লকডাউন শেষে রফিকুল ইসলাম র‌্যাফের মাধ্যমে পোর্টফোলিও করি। ভাইয়া আমাকে গ্রুমিং করিয়েছেন। প্রথম টিভিসি করেছি অমিতাভ রেজার নির্দেশনায় প্যারাসুট হেয়ার অয়েল

 

ইমরান মাহমুদুলের গানেও তো মডেল হয়েছেন?

ওরে জান আমার প্রথম ও একমাত্র গানের ভিডিও। ৫ জুন প্রকাশ পাবে। ইমরানের গান আমার আগে থেকেই পছন্দ। তা ছাড়া আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে এক দিন, তিন দিন নেপালে শুটিং করেছি। এই গানের শুটিংয়ের জন্যই প্রথমবার নেপাল গেলাম। 

 

অনেকেই অনেক অভিনেত্রীর সঙ্গে আপনার চেহারার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। আপনি কিছু জানেন নাকি?

হা হা হা। আমাকে সামনে থেকে দেখে অনেকে বলেন, হুট করে নাকি দিব্যা ভারতীর একটা আঁচ পাওয়া যায়। কেউ কেউ ভারতীয় অভিনেত্রী পূজা বসু, কেউ বা আমাদের দেশের মেহজাবীন আপু, তটিনি আপুদের সঙ্গে মেলান। মজাই লাগে। কিছু বলার নেই। তবে মেহজাবীন আপুর অভিনয় আমার ভীষণ ভালো লাগে, উৎসাহ পাই।

 

শোবিজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

অভিনয় এখন আমার প্যাশন ও প্রফেশন। নিয়মিত অভিনয় করতে চাই। কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনায়ও গুরুত্ব দিতে চাই।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র প্রযোজক শিরিন সুলতানা। আবু হায়াত মাহমুদের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি প্রযোজনা করছেন তিনি, যেটার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। চলচ্চিত্র নির্মাণ ও মুক্তিতে নানা প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিরিন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।

শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারির রামায়ণ-এর বাজেট প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি। তবে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, দুই পর্বের ছবিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি। ফলে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস

শেয়ার
অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস
‘অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস’ তথ্যচিত্রের দৃশ্য

সোমবার নেটফ্লিক্সে এসেছে ব্রাজিলীয় নির্মাতা পেত্রা কোস্টার তথ্যচিত্র অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস। ব্রাজিলের রাজনীতি ও ধর্মের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে এতে। গত দশ বছরে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ উঠে এসেছেন ধর্মীয় অবস্থান থেকে। যার মধ্য দিয়ে বদলে যাচ্ছে ব্রাজিলের আইন, নির্বাচন ও ভবিষ্যৎ।

২০২৩ সালের দাঙ্গার ঘটনাও উঠে এসেছে এ তথ্যচিত্রে।

মন্তব্য
চলচ্চিত্র

হিরো ৪২০

শেয়ার
হিরো ৪২০
‘হিরো ৪২০’ ছবিতে নুসরাত ফারিয়া ও ওম

অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন। পরিচালনা সৈকত নাসির ও সুজিত মণ্ডল। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মিরার ভালোবাসা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা গল্প সাজায় কৃষ্ণেন্দু।

মজার বিষয় হলো, সে যেসব মিথ্যে বলে সেগুলো তার জীবনে সত্যি সত্যি ঘটতে থাকে। মিথ্যে গল্পের কারণে আরেক মেয়ে রাইয়ের প্রেমেও পড়তে হয় তাকে। ত্রিভুজ প্রেমের খেলায় মেতে ওঠে কৃষ্ণেন্দু। দ্বিধাগ্রস্ত এই সম্পর্কে শুধু ভালোবাসা নয়, জড়িয়ে পড়ে রাজনীতিও।
কৃষ্ণেন্দু কি পারবে নিজেকে অক্ষত রেখে এই দ্বিধা থেকে বের হতে?

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দেনা পাওনা

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

ডার্টি জবস

এনিম্যাল প্লানেটে রাত ৯টায় রয়েছে টিভি সিরিজ ডার্টি জবস

আজকের পর্বে দেখা যাবে, অ্যারিজোনায় একটি অতিকায় ক্যাকটাস সরানোর কাজ করছেন সঞ্চালক মাইক রোয়ি। এরপর যায় একটি ম্যাগট ফার্মে, সেখানে পোকামাকড় নিয়ে কাজ করতে হয় তাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ