প্রথম নাটকেই রাতারাতি পরিচিতি পেয়ে গেলেন...
প্রথমবার অভিনয় করেই এত প্রশংসা পাব ভাবিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এর আগেও নাটক-সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। ‘লাভ সেমিস্টার’ প্রচারের পর এখন প্রায় প্রতিদিনই অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।
ভালো চরিত্র পেলে তবেই করব।
নতুন কাজের কী খবর?
বিজ্ঞাপনচিত্রের শুটিং তো আগে থেকেই করি, এখনো করছি। মুশফিক ফারহানের সঙ্গে মাহমুদুর রহমান হিমির নাটক ‘সুইট প্রবলেম’ করছি। এক দিন শুটিং হওয়ার পরই ফারহান ভাইয়ার সহকারী মারা যাওয়ায় শুটিং পিছিয়েছে।
ঈদের আরো কয়েকটি নাটকে অভিনয়ের কথা আছে। এগুলো নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমি যে চরিত্র ধারণ করতে পারব বলে মনে করি সেগুলোই করার চেষ্টা করছি। জটিল চরিত্রে এখনই ঢুকতে চাচ্ছি না। কারণ আমার অভিনয়ের খুঁতগুলো সারতে আরো সময় লাগবে।
খুঁত আছে বুঝলেন কিভাবে?
নিয়মিত মডেলিং করলেও অভিনয়ের প্রতি একটা ভয় আছে এখনো। একজন পরিচালক আমাকে বিশ্বাস করে কাজে নেবেন, সেটা ঠিকঠাক করতে না পারলে নিজের কাছে নিজেই ভীষণ অপমানিত হব। দর্শকের কাছেও হাসির পাত্রী হতে চাইনি। আরো প্রস্তুতি নিয়ে অভিনয়ে নামতে চাইছিলাম।
তবে ‘লাভ সেমিস্টার’ করতে গিয়ে একটা ভরসা পেয়েছিলাম। গল্প ও পরিচালকের আগ্রহে সাহসটা করলাম। পরিচালক প্রবীর রায় চৌধুরী দাদা, সহশিল্পী ফারহান আহমেদ জোভান ভাই ভীষণ হেল্প করেছেন। নাটকটির শুটিং পরিকল্পনা হয়েছে প্রায় ছয় মাস ধরে। তবু নাটকটি দেখার পর মনে হয়েছে আমি আরো ভালো করতে পারতাম। ইমোশনাল কিছু দৃশ্যে আরো উন্নতি করতে হবে। চেষ্টা করছি এই শেখার ধারা অব্যাহত রাখতে।
অভিনয়ে নামার আগে মডেলিংয়ে কী কী করেছেন?
লকডাউনের আগে দুটি ফটোশুট করেছিলাম। এরপর আমার এসএসসি পরীক্ষার জন্য আর কাজের চেষ্টা করিনি। লকডাউন শেষে রফিকুল ইসলাম র্যাফের মাধ্যমে পোর্টফোলিও করি। ভাইয়া আমাকে গ্রুমিং করিয়েছেন। প্রথম টিভিসি করেছি অমিতাভ রেজার নির্দেশনায় ‘প্যারাসুট হেয়ার অয়েল’।
ইমরান মাহমুদুলের গানেও তো মডেল হয়েছেন?
‘ওরে জান’ আমার প্রথম ও একমাত্র গানের ভিডিও। ৫ জুন প্রকাশ পাবে। ইমরানের গান আমার আগে থেকেই পছন্দ। তা ছাড়া আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে এক দিন, তিন দিন নেপালে শুটিং করেছি। এই গানের শুটিংয়ের জন্যই প্রথমবার নেপাল গেলাম।
অনেকেই অনেক অভিনেত্রীর সঙ্গে আপনার চেহারার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। আপনি কিছু জানেন নাকি?
হা হা হা। আমাকে সামনে থেকে দেখে অনেকে বলেন, হুট করে নাকি দিব্যা ভারতীর একটা আঁচ পাওয়া যায়। কেউ কেউ ভারতীয় অভিনেত্রী পূজা বসু, কেউ বা আমাদের দেশের মেহজাবীন আপু, তটিনি আপুদের সঙ্গে মেলান। মজাই লাগে। কিছু বলার নেই। তবে মেহজাবীন আপুর অভিনয় আমার ভীষণ ভালো লাগে, উৎসাহ পাই।
শোবিজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অভিনয় এখন আমার প্যাশন ও প্রফেশন। নিয়মিত অভিনয় করতে চাই। কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনায়ও গুরুত্ব দিতে চাই।