সম্পর্কে জড়ানোর দুই বছর পর সোহানা সাবা জানালেন তিনি প্রেম করছেন। প্রেমিক শোবিজের কেউ নন। সময় হলেই বসবেন বিয়ের পিঁড়িতে। অভিনেত্রীর সম্পর্ক, বিয়ে ও কাজের খবর জেনেছেন মীর রাকিব হাসান।
আমি চাই সে আড়ালেই থাকুক

আপনার এক ফেসবুক স্ট্যাটাসে আভাস দিলেন নতুন সম্পর্কে জড়ানোর...
হ্যাঁ, আমি প্রেম করছি। এখানে লুকোচুরির কিছু নেই। অনেকটা আবেগঘন হয়েই তাঁকে (প্রেমিক) নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি।
আবেগঘন হওয়ার বিশেষ কোনো কারণ আছে নিশ্চয়ই?
আমাদের পরিচয়ের দুই বছর হলো ১ মে, সোমবার।
প্রেমিকের নাম-পরিচয় তো কিছুই প্রকাশ করলেন না?
সে অবশ্যই বাংলাদেশি। তবে আমাদের শোবিজের কেউ নয়।
চূড়ান্ত সিদ্ধান্ত বলতে বিয়ে?
হ্যাঁ। এখনো বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে আমাদের বোঝাপড়া বেশ ভালো। আমরা বড় হয়ে গেছি তো, এই সময়গুলো আগেও পার করে এসেছি। যাক না, মাত্র তো কয়টা দিন গেল।
আপনাদের পরিচয় হয়েছিল কিভাবে?
বন্ধুদের আড্ডায়। দেখা হওয়ার দুই সপ্তাহ আগে থেকেই একেবারে অদ্ভুতভাবে নানাজনের মুখে তার সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনেছিলাম এবং আমার জীবনে প্রথমবার ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ হলো। বন্ধুরাই তার নাম্বার জোগাড় করে দিয়েছিল। কারণ সে ভীষণ সোশ্যাল মানুষ হলেও সোশ্যাল মিডিয়াতে নেই।
কাজের খবর কী?
ওটিটির বেশ কিছু কাজ ও পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে কথা হচ্ছে। ওটিটির কাজগুলোর স্ট্রিক্ট কিছু নিয়ম থাকে, প্রযোজনা সংস্থার অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারি না। ‘বলি’ সিরিজের চরিত্র নিয়ে আগে বলে পরে ঝামেলায় পড়েছিলাম। নির্মাতারাই বলবেন তাঁদের কাজ নিয়ে। এর মধ্যে একটা অনুদানের ছবি হয়তো কিছুদিনের মধ্যে চূড়ান্ত করব। ছবির গল্প ও আমার চরিত্রটা বেশ পছন্দ হয়েছে। দুটি ছবি মুক্তির জন্য প্রস্তুত। ‘অসম্ভব’ জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তির পরিকল্পনা পরিচালক অরুনা বিশ্বাসের। এ ছাড়া আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ দেশের বাইরের কয়েকটি উৎসবে যাবে, তারপর দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
নিজের প্রযোজনায় সিরিজ নির্মাণের কথা জানিয়েছিলেন। এগোলো কত দূর?
সিরিজের স্ক্রিপ্ট লেখা শেষ। ওটিটি প্ল্যাটফরমে জমাও দিয়েছি। অন্যতম মূল চরিত্রে আমি অভিনয় করব। সেপ্টেম্বরে শুটিংয়ের পরিকল্পনা আমাদের। ওটিটি প্ল্যাটফরমে সম্ভ্যাব্য অভিনয়শিল্পীর তালিকা দিয়েছি। এর সম্পর্কেও বেশি কিছু বলতে পারছি না ওটিটির বাধ্যবাধকতায়। তবে এটুকু বলি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফরম।
অন্যান্য কী ব্যস্ততা?
এই মুহূর্তে বেশি সময় দিচ্ছি ইয়োগাতে। ভারতে ইয়োগার কোর্স করে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পেজে চোখ রাখলে দেখবেন ইয়োগাই এখন ধ্যান-জ্ঞান। বাংলাদেশে আমি একটা ইয়োগা সেন্টার খুলতে চাই। প্রাথমিকভাবে গুলশানের একটা জায়গায় ইয়োগা সেন্টার করার জন্য কথাও বলেছি। ইয়োগার ওপর একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব, নাম ‘ইয়োগিস’। এটা শুধু শারীরিক কসরত নয়, সামগ্রিকভাবে জীবনের নতুন ধারণা দেয় ইয়োগা।
সম্পর্কিত খবর

আরো খবর

■ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘সূর্য দীঘল বাড়ি’খ্যাত বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
■ গানচিত্রের মডেল হয়েছেন শবনম বুবলী। তানিম রহমান অংশুর নির্মাণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানচিত্রটির শুটিং।
■ ক্যানসারে আক্রান্ত ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। ব্যান্ডটি থেকে অনেক আগেই তিনি সরে এসেছেন। তবে সে ব্যান্ডটি এগিয়ে এসেছে তাঁর চিকিৎসা সহায়তায়।

এক মলাটে জুলাইয়ের ৬৩ গান

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো এবার পাওয়া যাবে এক মলাটে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে বইটি শিগগির প্রকাশ করা হবে। মনজুর হোসেন বলেন, “আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।

অন্তর্জাল
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো

দুই সিজনের সাফল্যের পর নেটফ্লিক্সে চলছে কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজন। শনিবার এসেছে নতুন পর্ব। এতে অতিথি হয়েছেন ওটিটির চার তারকা অভিনেতা—জয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা, জিতেন্দ্র কুমার ও প্রতীক গান্ধী। তাঁদের সঙ্গে মজাদার আড্ডায় কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ।

চলচ্চিত্র
কুলি

অভিনয়ে ওমর সানী, পপি, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : কেরামত আলী ব্যাপারী খুবই লোভী ও অহংকারী মানুষ।