► বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’ তৃতীয় সেরা ছবির পুরস্কার পেয়েছে। প্রথম হয়েছে ইন্দোনেশিয়ার ‘বিফোর, নাউ অ্যান্ড দেন’ ও ইরানের ‘মাদারলেস’। দ্বিতীয় সেরা ছবির পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার ছবি ‘স্যান্ড’।
► আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ মালিহা।
সরকারি এই কলেজে ১০০টি সিটের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় উনপঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী।
► বিবিসি ইন্ডিয়ার জন্য হিন্দিতে শার্লক হোমসের ভারতীয় ভার্সন নির্মাণ করবেন সৃজিত মুখার্জি। সিরিজটিতে শার্লক হোমস হবেন কে কে মেনন।
► বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে ওয়েব সিরিজে দেখা যাবে।
যশরাজ ফিল্মসের ‘মণ্ডল মার্ডারস’-এ বাণী ছাড়াও দেখা যাবে ‘গুল্লাক’খ্যাত বৈভব রাজ গুপ্ত, সুরভিন চাওলাকে।
► গতকাল পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান, তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্দানা। গানে মাতিয়েছেন অরিজিৎ সিং।
► হলিউড অভিনেতা ব্র্যাড পিট লস অ্যাঞ্জেলেসে ৪০০ কোটি টাকা মূল্যের ফেলিজ ম্যানশন বাড়িটি বিক্রি করেছেন। ১.৯ একর জমির ওপর অবস্থিত বাড়িটিতে তিনি ৩০ বছর ধরে বসবাস করছিলেন।
► ২০১৬ সালে স্কিয়িং (বরফে কাঠের যানে চলা) করতে গিয়ে ৭৬ বছর বয়সী চিকিৎসক টেরি স্যান্ডারসনকে ধাক্কা দিয়ে আহত করেছেন অভিনেত্রী গিনেথ প্যালট্রো, এমন অভিযোগে তিন লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন সেই চিকিৎসক। গতকাল সেই মামলা থেকে রেহাই পেলেন অস্কারজয়ী অভিনেত্রী।