► গতকাল প্রকাশ পেল ঐশীর নতুন গান ‘দুই কূলে সুলতান’। গফুর হালির কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে ‘উইন্ড অব চেঞ্জ’-এ।
► ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবির পরিচালক আশিকুর রহমান মুখ খুলেছেন। তিনি দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রযোজকের অভিযোগ সত্য নয়।
► রোজার ঈদে মুক্তি পাবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার—আমিই বাংলাদেশ’। গতকাল যৌথভাবে শাকিব খানের অফিশিয়াল পেজ ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়।
► দক্ষিণ ভারতীয় ছবির তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ ‘দাসারা’ ছবির শুটিং শেষে ইউনিটের ১৩০ জন সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন। প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম।
ফলে একেকটি কয়েনের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার রুপি। সব মিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন অভিনেত্রী।
► ৫৬ বছর বয়সে মারা গেছেন ‘হ্যারি পটার’ এবং ‘স্টার ওয়ার্স’-এর জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। বৃহস্পতিবার বিকেলে উত্তর লন্ডনের কিংস ক্রস রেলস্টেশনে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
চার দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার পলকে মৃত ঘোষণা করা হয়।