ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

নেপালে বাংলাদেশের দুই ছবি পুরস্কৃত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
নেপালে বাংলাদেশের দুই ছবি পুরস্কৃত
‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ হাতে নেপালে ‘সাঁতাও’ ছবির অভিনেত্রী আইনুন নাহার পুতুল

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ষষ্ঠ আসরের পর্দা নামল সোমবার। এবারের আয়োজনে বাংলাদেশি দুই ছবি পেল সেরার পুরস্কার—‘সাঁতাওপাতালঘর। উৎসবের সর্বোচ্চ পুরস্কার গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড পেয়েছে খন্দকার সুমন নির্মিত সাঁতাও আর ইন্টারন্যাশনাল ফেডারেশন ফিল্ম সোসাইটিসের বিচারে সেরা ফিচার ফিল্ম হয়েছে নূর ইমরান মিঠুর পাতালঘর। দুটি ছবিই উৎসবের ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে অংশ নিয়েছিল।

সেখানে বাংলাদেশসহ মোট ১১টি দেশের ১৬টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে ছিল নেপালের দ্য সিক্রেটস অব রাধা, ভারতের নানীরা, যুক্তরাষ্ট্রের গুড গাই উইথ আ গান, ব্রাজিলের দ্য বিচ অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড, চীনের ওয়েলকাম টু গোবি, মেক্সিকোর কারেজ, ইরানের ফিশ অ্যান্ড পাডল-এর মতো ছবিগুলো।

উৎসবের সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন নেপালের সংস্কৃতি, ট্যুরিজম ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী সুদন কিরাটি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতে সাঁতাও টিম পেয়েছে ১৫ হাজার মার্কিন ডলার, ট্রফি ও সনদ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ছবির প্রযোজক শারিফ উল আনোয়ার সজ্জন, অভিনেত্রী আইনুন নাহার পুতুল ও মোহাম্মদ রফিক।

পাতালঘর ছবির টিমের কেউ অংশ নেননি উৎসবে। তাঁদের পুরস্কারও গ্রহণ করেছে সাঁতাও টিম। ১৬ মার্চ শুরু হয়েছিল নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিভিন্ন বিভাগে এ বছর ৩৫টি দেশ থেকে মোট ৯৫টি ছবি অংশ নেয়। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে সাঁতাও। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-এ সেরা প্রযোজনা এবং পরিকল্পনা পুরস্কার পায় এটি। ২৭ জানুয়ারি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় সাঁতাওসাঁতাও মানে লাগাতার সাত দিন।
সাত দিন ধরে বৃষ্টি হওয়ার সময়টাকে বোঝাতে দেশের উত্তরাঞ্চলে এই শব্দ ব্যবহৃত হয়। সাঁতাওয়ের সময়ে কৃষিনির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, খন্দকার সুমন সেটাই দেখিয়েছেন তাঁর ছবিতে।

পাতালঘর এখনো মুক্তি পায়নি। জানা গেছে, এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আগামীকাল ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ১৪তম আসর। এই আসরেও প্রতিযোগিতা করবে নূর ইমরান মিঠুর ছবিটি। এর আগে গত বছর ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। মা-মেয়ের সম্পর্কের গল্পের এই ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, মামুনুল হক, রওনক হাসান, নাজিয়া হক অর্ষা, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?

দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকে কথা বলেছেন। বিদ্যা বালানের মতে, কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।

বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

অনুষ্ঠানে হাজির হবেন বলিউডের জনপ্রিয় সব তারকা।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

শিল্প পুনরুদ্ধার

শেয়ার
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্টরিটার্ন দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

মন্তব্য

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

শেয়ার
আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ওহে শ্যাম, প্রেমের বাক্সর মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। আবার হঠাৎ বৃষ্টি নামের ছবিতে একটা গল্প শিরোনামের গানটি ব্যবহৃত হবে।

২১ জুলাই ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। ইমন সাহা বলেন, খুব মিষ্টি একটা সুরের গান। ইমরান ও কণা আমার প্রিয় দুই শিল্পী। তাদের সঙ্গে আগেও অনেক গান করেছি।
বেশির ভাগ গান শ্রোতারা পছন্দ করেছেন। এবারও গানটি সবার ভালো লাগবে।

কণা বলেন, ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

এবারও তাই হয়েছে। গানটি খুব মিষ্টি সুরের। আমি আর ইমরান বেশ মজা করেই গেয়েছি। আবার হঠাৎ বৃষ্টি ছবিটি বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবির রিমেক। এবার ছবিটি নির্মাণের তত্ত্বাবধানে আছেন ছট্কু আহমেদ ও তাজু কামরুল।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

জাস্টিস অন ট্রায়াল

শেয়ার
জাস্টিস অন ট্রায়াল
‘জাস্টিস অন ট্রায়াল’ সিরিজের দৃশ্য

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ জাস্টিস অন ট্রায়াল। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ