‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ষষ্ঠ আসরের পর্দা নামল সোমবার। এবারের আয়োজনে বাংলাদেশি দুই ছবি পেল সেরার পুরস্কার—‘সাঁতাও’ ও ‘পাতালঘর’। উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে খন্দকার সুমন নির্মিত ‘সাঁতাও’ আর ইন্টারন্যাশনাল ফেডারেশন ফিল্ম সোসাইটিসের বিচারে সেরা ফিচার ফিল্ম হয়েছে নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’। দুটি ছবিই উৎসবের ‘ওয়ার্ল্ড প্যানোরমা’ বিভাগে অংশ নিয়েছিল।
সেখানে বাংলাদেশসহ মোট ১১টি দেশের ১৬টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে ছিল নেপালের ‘দ্য সিক্রেটস অব রাধা’, ভারতের ‘নানীরা’, যুক্তরাষ্ট্রের ‘গুড গাই উইথ আ গান’, ব্রাজিলের ‘দ্য বিচ অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’, চীনের ‘ওয়েলকাম টু গোবি’, মেক্সিকোর ‘কারেজ’, ইরানের ‘ফিশ অ্যান্ড পাডল’-এর মতো ছবিগুলো।
উৎসবের সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন নেপালের সংস্কৃতি, ট্যুরিজম ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী সুদন কিরাটি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতে ‘সাঁতাও’ টিম পেয়েছে ১৫ হাজার মার্কিন ডলার, ট্রফি ও সনদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ছবির প্রযোজক শারিফ উল আনোয়ার সজ্জন, অভিনেত্রী আইনুন নাহার পুতুল ও মোহাম্মদ রফিক।
‘পাতালঘর’ ছবির টিমের কেউ অংশ নেননি উৎসবে। তাঁদের পুরস্কারও গ্রহণ করেছে ‘সাঁতাও’ টিম। ১৬ মার্চ শুরু হয়েছিল ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
বিভিন্ন বিভাগে এ বছর ৩৫টি দেশ থেকে মোট ৯৫টি ছবি অংশ নেয়। এর আগে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘সাঁতাও’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ সেরা ‘প্রযোজনা এবং পরিকল্পনা’ পুরস্কার পায় এটি। ২৭ জানুয়ারি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘সাঁতাও’। ‘সাঁতাও’ মানে লাগাতার সাত দিন। সাত দিন ধরে বৃষ্টি হওয়ার সময়টাকে বোঝাতে দেশের উত্তরাঞ্চলে এই শব্দ ব্যবহৃত হয়। সাঁতাওয়ের সময়ে কৃষিনির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, খন্দকার সুমন সেটাই দেখিয়েছেন তাঁর ছবিতে।
‘পাতালঘর’ এখনো মুক্তি পায়নি। জানা গেছে, এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আগামীকাল ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৪তম আসর। এই আসরেও প্রতিযোগিতা করবে নূর ইমরান মিঠুর ছবিটি। এর আগে গত বছর ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। মা-মেয়ের সম্পর্কের গল্পের এই ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, মামুনুল হক, রওনক হাসান, নাজিয়া হক অর্ষা, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।