আজ (৩ মার্চ) থেকে ৫ মার্চ পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ’-এর ষষ্ঠ আসর। ‘লেটস সিনেমা!’ স্লোগানে এবারের উৎসবে ৩২ দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক কমিটির সদস্যসচিব রোকেয়া প্রাচী ও উৎসব প্রযোজক হেমন্ত সাদিক জানান, আজ উৎসবটির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবসার, কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান মুজিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।
কক্সবাজারে তরুণ নির্মাতাদের, চলচ্চিত্র উৎসব
রংবেরং প্রতিবেদক

উৎসবের বিভিন্ন বিভাগে উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, প্রসূণ রহমান, রেদওয়ান রনি, আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান, শারমিন সুলতানা সুমিসহ অনেকে। মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানও হবে সেখানে। সমাপনী দিনে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
amazonprime ব্যালার্ড

বুধবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে আমেরিকান সিরিজ ‘ব্যালার্ড’। এটি দর্শকনন্দিত ‘বশ’ সিরিজের স্পিন-অফ। গল্পটা গোয়েন্দা রিনি ব্যালার্ডকে ঘিরে। লস অ্যাঞ্জেলস পুলিশের ‘কোল্ড কেস’ বিভাগের দায়িত্ব নেয় সে।

চলচ্চিত্র
ফুল অ্যান্ড ফাইনাল

অভিনয়ে শাকিব খান, ববি হক, অমিত হাসান। পরিচালনা মালেক আফসারী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : রোমিও পুলিশ অফিসার।

টিভি হাইলাইটস
ভালোবাসার আলো-আঁধার

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
রিফ্রেম
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘রিফ্রেম’।

এক হলে এক শ পেল ‘অন্যদিন...’

আজ মুক্তি পেয়েছে কামার আহমেদ সাইমনের ‘অন্যদিন...’। প্রায় দুই বছর আটকে থাকার পর কিছুদিন আগে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত মাসে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার একটি মাত্র হলে একটি করে শো চলবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কামার আহমেদ সাইমনের মুখপাত্র সাঈফ আলম।