<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। রাজধানীর মিরপুরে শনিবার একটি টেলিফিল্মের শুটিং সেটে বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা চলছে।  চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাদেক সাব্বিরের একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে মেকআপ নিয়ে ওয়াশরুমে চুল ঠিক করতে যায় আঁখি। হেয়ার স্ট্রেটনার মেশিন অন কিংবা অফ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওয়াশরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুল দগ্ধ হয়। তবে পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাহাত আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুটিং হাউসটি একেবারেই নতুন। এর আগে শুধু একটি নাটকের শুটিং হয়েছিল এখানে। তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার নির্দিষ্ট কোনো কারণ বলতে পারছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক দশকেরও বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন শারমিন আঁখি। টিভি নাটকে কাজ করে আলোচনায় আসেন তিনি। নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, টেলিফিল্ম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাধারে সব মাধ্যমেই কাজ করেছেন এই মডেল-অভিনেত্রী।</span></span></span></span></p> <p> </p>