ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর

* সাম্প্রতিক চলচ্চিত্র ও ‘হাওয়া’ নিয়ে কথা বলতে এবার মেজবাউর রহমান সুমন আজ যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’।

* প্রথমবার বিদেশি সিরিয়ালের জন্য বাংলায় কণ্ঠ দিলেন অভিনেতা রওনক হাসান। ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপের তুর্কি সিরিয়াল ‘মেহমুদ’-এর একটি চরিত্রের মুখে শোনা যাবে তাঁর কণ্ঠ।

* ২৪ থেকে ২৬ নভেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকেল ৫টায় প্রদর্শনী রয়েছে। উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

* মুদাসসর আজিজের ‘খেল খেল মে’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে পাওয়া যাবে দুই নায়িকাকে—তাপসী পান্নু ও বাণী কাপুর।

* গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেখানে এক বক্তব্যে তিনি জানান, ‘স্যাক্রেড গেমস’ সিরিজে অভিনয় করতে তিনি রাজি ছিলেন না। অনুরাগ কাশ্যপ তাঁকে রাজি করিয়েছিলেন।

নওয়াজ বলেন, ‘বলছিলাম এই ওটিটি জিনিসটা আবার কী! পরিচালক অনুরাগ কাশ্যপ আমাকে রাজি করিয়েছিলেন। অনুরাগ বলেছেন, দেখ এই বাতি ১৯০টা দেশে জ্বলবে।’

* ‘ভেড়িয়া’ ছবির প্রচারণায় মঙ্গলবার নিজের স্কুলে গেলেন কৃতি শ্যানন। ১৫ বছর আগে দিল্লি পাবলিক স্কুল আর কে পুরাম থেকে পাস করে বেরিয়েছিলেন কৃতি। সঙ্গে ছিলেন ছবির নায়ক বরুণ ধাওয়ানও।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

স্পেশাল ওপ্স-সিজন ২

শেয়ার
স্পেশাল ওপ্স-সিজন ২
‘স্পেশাল ওপ্স-সিজন ২’ সিরিজে কে কে মেনন

২০২০-এ নীরাজ পাণ্ডের স্পেশাল ওপ্স দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পাঁচ বছর পর গতকাল জিও হটস্টারে এসেছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। ভারতের ডিজিটাল সেবা ইউপিআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে চরম বিপর্যয়ে ঠেলে দিতে চায় বীর আবাস। সেই হুমকি থেকে ভারতকে বাঁচানোর মিশনে হিম্মত সিং।

অভিনয়ে আছেন কে কে মেনন, করণ ট্যাকার, বিনয় পাঠক, মেহের বিজ, তাহির রাজ ভাসিন প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

গলুই

শেয়ার
গলুই
‘গলুই’ ছবিতে শাকিব খান ও পূজা চেরী

অভিনয়ে শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম। পরিচালনা এস এ হক অলিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অবসরে গাছের সঙ্গে কথা বলে লালু।

গাছের গায়ে আঁকে ছবি। সেই গাছ কেটে লালুর বাবা নৌকা বানায়, অংশ নেয় নৌকাবাইচে। ২০ বছর পর সেই নৌকা নিয়ে নৌকাবাইচে নামে লালু। কারণ জমিদারের নাতনি মালা বিজয়ী দলপতির গলায় নিজ হাতে বানানো মালা পরিয়ে দেয়।
লালুর সাধ হয়, তার গলায়ও মালা পরাবে মালা। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মালার বিয়ে ঠিক হয় অন্য ছেলের সঙ্গে।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘মান-অভিমান’ ধারাবাহিকের দৃশ্য

মান-অভিমান

দীপ্ত টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক মান-অভিমান। ২০১৯ সালের নাটকটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি আবারও দেখানো হচ্ছে এটি। চিত্রনাট্য নাসিমুল হাসান, পরিচালনা রাজু খান।

অভিনয়ে রোজী সিদ্দিকী, অশোক বেপারি, শিবলী নোমান, ইফফাত আরা তিথি, কাজী রাজু প্রমুখ।

 

সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাচের রিয়েলিটি শো সুপার ড্যান্সার-এর পঞ্চম মৌসুম। চার বছর পর আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এ অনুষ্ঠান। বরাবরের মতোই বিচারকের আসনে থাকছেন শিল্পা শেঠি ও গীতা কাপুর।

তাঁদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কোরিওগ্রাফার মারজি পিস্তোনজি।

প্রাসঙ্গিক
মন্তব্য
ছবিতে সংবাদ

ফারিণের ছবিময় কবিতা

শেয়ার
ফারিণের ছবিময় কবিতা

অভিনয় করেন তাসনিয়া ফারিণ। আর ফুরসত মিললেই উড়াল দেন নতুন কোনো গন্তব্যে, ঘুরতে। সম্প্রতি বেড়াতে গেছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার একটি কটর উপসাগরের তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

উচ্ছল হাসিমাখা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কবিতা। যেটাতে ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তাঁর ভালোবাসার কথা। বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি-এমন কাব্যিক কিছু কথায় ভাবনার প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলো তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছে।
প্রায় ৮০ হাজার প্রতিক্রিয়া জমা হয়েছে পোস্টে। প্রসঙ্গত, গতকাল অভিনেত্রীর নতুন একটি নাটক এসেছে অন্তর্জালে। বসন্ত বিকেল নামের নাটকে তাঁর সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। পরিচালনায় সৈয়দ শাকিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ