ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর

-    সোমবার রাতে মুক্তি প্রতীক্ষিত দুটি ছবি ‘দামাল’ ও ‘হৃদিতা’র একটি করে গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে। রায়হান রাফির ‘দামাল’ ছবির ‘ঘুরঘুর পোকা’ গানটি গেয়েছেন মমতাজ বেগম। কথা লিখেছেন রাসেল মাহমুদ, সংগীত করেছেন আরাফাত মহসিন। ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’ ছবির ‘ঠিকানাবিহীন’ গানটি গেয়েছেন চন্দন সিনহা।

কথা লিখেছেন কবীর বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

-    আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গান প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কণ্ঠশিল্পী বেলাল খান ও আতিয়া আনিসা। ‘আলোকবর্তিকা’ শিরোনামের গানটি লিখেছেন সুজন হাজং, সুর করেছেন বেলাল খান, সংগীত করেছেন শোভন রায়।

-    ‘মন ফোঁড়ন’ নামে নতুন একটি গান প্রকাশ করেছেন আসিফ আকবর।

পলিন কাউসারের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। ভিডিও চিত্রের মডেল হয়েছেন সাজ্জাদুর রহমান শুভ ও মুন।

-    মিজানুর রহমানের ‘রাগী’ ছবির মোশন পোস্টার প্রকাশ পেয়েছে ২৬ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করেছেন পারভেজ চৌধুরী আবির, আঁচল, মুনমুনসহ অনেকে।

অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

-    ২০২০ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য ৭৯ বছর বয়সী আশা পারেখকে মনোনীত করা হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

-    ২০১৭ সালে গুজরাটের রাস্তার পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে মামলা হয়। ‘রইস’ ছবির প্রচারণায় অভিনেতাকে দেখতে জনতার ঢল নামে, তখনই এই দুর্ঘটনা ঘটে।

পাঁচ বছর পর সোমবার সেই মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউডের ‘কিং খান’। গুজরাট হাইকোর্টের রায় বহাল রেখে শাহরুখকে মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টও।

-    টিভি রিয়ালিটি তারকা ক্লোয়ি কার্দাশিয়ানের প্রেমে মজেছেন ‘৩৬৫ ডেজ’খ্যাত ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে। এর পর থেকেই তাঁদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আপ জ্যায়সা কোয়ি

শেয়ার
আপ জ্যায়সা কোয়ি
‘আপ জ্যায়সা কোয়ি’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি আপ জ্যায়সা কোয়ি। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

হঠাৎ বেঁকে বসে শ্রীরেনু, ভেঙে দেয় বাগদান। ছবিটির অভিনয়ে আছেন আর মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

অঙ্গার

শেয়ার
অঙ্গার
‘অঙ্গার’ ছবির দৃশ্য

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া আলীসহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ