kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

ভক্তকে মঞ্চে তুলে চুম্বন

রংবেরং ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভক্তকে মঞ্চে তুলে চুম্বন

এনরিক ইগলেসিয়াস

স্প্যানিশ সংগীত তারকা এনরিক ইগলেসিয়াসের গানের ভক্ত দুনিয়াজুড়ে। বিশেষ করে তাঁর নারী ভক্তের সংখ্যা ঈর্ষণীয়। যেখানেই কনসার্ট করতে যান, নারী ভক্তদের কবলে তাঁকে পড়তেই হয়। সপ্তাহখানেক আগে আমেরিকার লাস ভেগাসে তাঁর কনসার্ট ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা পৌঁছে গিয়েছিল চরমে।

বিজ্ঞাপন

প্রিয় গায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য হাজার দর্শক হাত বাড়ালেন। কাউকেই নিরাশ করলেন না এনরিক। সবার হাত ছুঁয়ে ছুঁয়ে গেলেন। কোনো কোনো নারী ভক্তকে একেবারে কোলে তুলে নিলেন। হঠাৎ এক কাণ্ড করে বসলেন ‘বাইলামোস’ গায়ক। এক নারী ভক্তকে হাত ধরে টেনে মঞ্চে তুলেই তাঁর গালে চুমু খেতে শুরু করলেন। সেই ভক্ত শুরুতে মুঠোফোনে ভিডিও করছিলেন মুহূর্তটা। তারপর পুরোপুরি নিজেকে সঁপে দিলেন এনরিকের বাহুতে। শিল্পী আর অনুরাগিণীর গভীর চুম্বন অবাক হয়ে দেখলেন অন্য দর্শকরা। একটু পর এগিয়ে এলেন এনরিকের এক সহযোগী। দুজন-দুজনকে যখন ছাড়লেন শিল্পী ও ভক্ত উভয়ের মুখে তখন তৃপ্তির হাসি।

সেই চুম্বনের ভিডিও এরই মধ্যে অন্তর্জালে ভাইরাল। মজার বিষয়, এনরিক নিজেও সেটি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। গণমাধ্যমে জানা যায়, এনরিকের স্ত্রী সাবেক রাশিয়ান টেনিস খেলোয়াড় আনা কুর্নিকোভাও দেখলেন সেই ভিডিও। তবে মুখ খোলেননি আনা। এনরিকের পোস্ট করা ভিডিওতে অনেক ভক্তই দুঃখপ্রকাশ করলেন। অনেকেই লিখেছেন, ‘খারাপ লাগছে এনরিকের পরিবারের সদস্যদেরও এটা দেখতে হচ্ছে। ’

রাশিয়ান টেনিস তারকার সঙ্গে এনরিকের সুখের সংসার। দুই বছর আগেই তাঁরা তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন।সাতদিনের সেরা