সফল পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্প লিখেছিলেন সানী সানোয়ার। পরে একই জনরার ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২—ব্ল্যাক ওয়ার’ ছবি দুটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে। ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে গত বছর ৩ ডিসেম্বর। আগামী মাসে মুক্তি পাওয়ার কথা ‘মিশন এক্সট্রিম ২—ব্ল্যাক ওয়ার’।
এর মধ্যে তৃতীয় ছবি নির্মাণের মিশনে নেমেছেন সানী। তাঁর লেখা ও পরিচালনায় আগের তিনটি ছবিতেই অভিনয় করেছেন আরিফিন শুভ। চার নম্বর ছবিটিতে নায়ক হবেন ‘হিরো দ্য সুপারস্টার’ শাকিব খান! সানী জানালেন, করোনার সময়ে এই ছবির গল্প লেখা শেষ করেছিলেন। তখনই ভেবেছিলেন ছবির নায়ক শাকিব খান হলে ভালোই হবে। অবশেষে সেটাই হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে একান্তে দেখাও করেছেন সানী। শুনিয়েছেন গল্প।
সানী বলেন, ‘আগের তিনটি ছবির একটা ধারাবাহিকতা ছিল।
গল্প ও চরিত্রানুযায়ী আরিফিন শুভ দারুণ মানিয়েছিলেন। সে জন্য অন্য কাউকে ভাবিনি। এবারের গল্প ও চরিত্রটি একটু আলাদা। শাকিবের সঙ্গে ভালো মানাবে।’
তবে শাকিব খান ছবিটি করছেন কি না সেটা জানতে আরেকটা বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান এই কাহিনীকার ও পরিচালক।
বলেন, ‘প্রাথমিকভাবে আমরা একটা সিদ্ধান্তে এসেছি। তবে চূড়ান্ত হতে হলে অনেক বিষয় থাকে। আমার কিছু চাহিদা থাকবে, শাকিব খানেরও কিছু থাকবে। সেগুলো মিললে তবে শুটিং ফ্লোরে গড়াবে।’
শাকিব খানের সঙ্গে সানী সানোয়ারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গতকাল দুপুর থেকে শাকিব ভক্তরা বেশ খুশি। শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের নায়িকা হবেন বাংলাদেশের ইয়ামিন হক ববি ও কলকাতার মিমি চক্রবর্তী। এসব বিষয়ে এখনই কিছু বলতে নারাজ পরিচালক। সানী বলেন, ‘এখনই সব বলতে পারছি না। কিছু কথা শাকিব খানের জন্যও তোলা থাক। অবশ্যই ভালো একটা ছবি হবে—এই বিশ্বাসটুকু দর্শকরা রাখতেই পারেন।’