kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্রথমবার চলচ্চিত্রে জেনি

রংবেরং প্রতিবেদক   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার চলচ্চিত্রে জেনি

নওরীন হাসান খান জেনি ছবি : সংগৃহীত

অনেক দিন ধরে মডেলিং-অভিনয়ের সঙ্গে জড়িত নওরীন হাসান খান জেনি। ছোট পর্দায় একটা সময় দারুণ ব্যস্ত ছিলেন তিনি। তখন বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সাড়া দেননি অভিনেত্রী। তবে এবার চলচ্চিত্রে অভিনয় করছেন জেনি।

বিজ্ঞাপন

বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। জেনি অভিনীত চরিত্রটির নাম নীতু। পর্দায় তাঁর সহশিল্পী ইন্তেখাব দিনার।

জেনি বলেন, ‘সৌদ ভাই অনেক গুণী পরিচালক। শিল্পীর কাছ থেকে সেরাটা আদায় করে নিতে জানেন। শিল্পীকে গল্প ও চরিত্রের বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন, এতে ছবিসংশ্লিষ্ট সবার সুবিধা হয়। প্রথম চলচ্চিত্রে পরিচালক হিসেবে সৌদ ভাইকে পেয়ে ভালো লাগছে। এর আগে তাঁর পরিচালনায় নাটকে অভিনয় করেছি। তাঁর পাণ্ডুলিপিগুলো সব সময় ভিন্ন ধরনের হয়ে থাকে। এই ছবির গল্পেও সেই ধারাবাহিকতা আছে। আর সহশিল্পী হিসেবে দিনার ভাই তো অসাধারণ। ’সাতদিনের সেরা