kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

সুমির হাতে উঠল দুই পুরস্কার

রংবেরং প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুমির হাতে উঠল দুই পুরস্কার

শারমিন সুলতানা সুমি

‘নদী রকস’ নামে একটি প্রজেক্ট করেছিলেন ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। ‘সল্ট ক্রিয়েটিভস’-এর ব্যানারে প্রথম সিজনে বাংলাদেশের সাতটি নদীর নামে গান করেছে সাতটি ব্যান্ড। ইউটিউব ফেসবুক ছাড়াও আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদী রকস’ নামের অ্যাপেও উঠেছে গানগুলো। শ্রোতা-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে গানগুলো।

বিজ্ঞাপন

এবার মিলল স্বীকৃতি। ‘বাংলাদেশ ব্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’-এর ‘সোশ্যাল’ ও ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে জিতেছে ‘নদী রকস’ প্রজেক্টটি। ১৩ আগস্ট ঢাকার এক হোটেলে ‘সল্ট ক্রিয়েটিভস’ টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে দারুণ খুশি সল্ট ক্রিয়েটিভস-এর সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমিন সুলতানা সুমি।

তিনি বলেন, ‘জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তরুণদের সঙ্গে নিয়ে আমাদের এই বিশেষ পথচলা। সবাইকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা ও যত্নবান করাই আমাদের লক্ষ্য। ’

 

 

 সাতদিনের সেরা