একসঙ্গে হবু মা-বাবা
প্রথমবার বেবি বাম্পসহ প্রকাশ্যে এলেন আলিয়া ভাট। ঢিলেঢালা পোশাক নয়, আঁটসাঁট পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছেন হবু মা। এ সময় সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবির কাপুরও। বিয়ের দুই মাস পর ২৭ জুন মা হওয়ার সুখবর দেন ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ অভিনেত্রী।