kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

ছবিতে সংবাদ

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবিতে সংবাদ

একসঙ্গে হবু মা-বাবা

প্রথমবার বেবি বাম্পসহ প্রকাশ্যে এলেন আলিয়া ভাট। ঢিলেঢালা পোশাক নয়, আঁটসাঁট পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছেন হবু মা। এ সময় সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবির কাপুরও। বিয়ের দুই মাস পর ২৭ জুন মা হওয়ার সুখবর দেন ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ অভিনেত্রী।

বিজ্ঞাপন

অন্তঃসত্ত্বা অবস্থায়ই হলিউড ছবি ‘স্টোন অব হার্ট’-এর শুটিং করে এসেছেন অভিনেত্রী। ছবিটিতে তাঁর সঙ্গে আছেন ‘ওয়ান্ডার উওম্যান’ খ্যাত গাল গ্যাদতও। সেপ্টেম্বরে মুক্তি পাবে রণবির ও আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটির প্রচারণায় শনিবার বেবি বাম্প নিয়েই হাজির হচ্ছেন আলিয়া।সাতদিনের সেরা