জয়া আহসান, ছবি : অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে
প্রেক্ষাগৃহে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র বেগ যেন বেড়েই চলেছে। গত সপ্তাহে ২৩টি হলে মুক্তি পেলেও এ সপ্তাহে ছবিটি চলছে ৪১টি হলে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ছবিটি মুক্তি পাবে ১৩ আগস্ট। দেশের মতো সেখানেও অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ছবিটির।
বিজ্ঞাপন
‘হাওয়া’ মুক্তির আগেই তাঁর দ্বিতীয় ছবি ‘রইদ’-এর ঘোষণা এসেছিল। অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ছবিটি ২০২০-২১ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদানও। চলচ্চিত্র নির্মাণের আগে ছোটপর্দায় ‘নাটক’-এর মোড়কে আসলে চলচ্চিত্রই নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ছোটপর্দায় তাঁর নির্মাণে নন্দিত যত নাটক-টেলিছবি প্রচারিত হয়েছে, প্রায় সব কটিতেই ছিলেন জয়া আহসান। ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’ [২০০৯], ‘ফেরার কোনো পথ নেই থাকে না কোনো কালে’ [২০১০], ‘তারপর পারুলের দিন’ [২০০৮], ‘শহরতলীর আলো’ [২০০৭] ও ‘কফি হাউজ’ [২০০৭]—সুমন-জয়া জুটির রসায়নে এমন দুর্দান্ত কিছু টিভি নাটক-টেলিছবি দেখেছে দর্শক। চলচ্চিত্রে সুমনের প্রথম ছবি ‘হাওয়া’য় নেই জয়া, জয়া প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’তেও ছিলেন না সুমন। ‘রইদ’-এ ফের জুটি বাঁধলেন তাঁরা।
সুমন জানালেন ‘রইদ’-এর খবর। সামনের বছর ছবিটির কাজ শুরু করবেন। সুমন বলেন, ‘এখনই ছবিটির কাজ শুরু করে দেব, এমন নয়। সময় নেব আরো। পাণ্ডুলিপি সবে দ্বিতীয় ড্রাফটে আছে। পাণ্ডুলিপি, কলাকুশলী নিয়ে আরো কাজ করতে হবে। হয়তো নামটি বদলাতে পারে। ছবিতে ঋতুর বিষয় রয়েছে আবার সাগরের বিষয়ও রয়েছে। তবে এটি সাগরের গল্প নয়। ’