ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

‘গীতাঞ্জলি’ বুকে নিয়ে পরপারে তরুণ মজুমদার

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
‘গীতাঞ্জলি’ বুকে নিয়ে পরপারে তরুণ মজুমদার
তরুণ মজুমদার [১৯৩১-২০২২]

ওপার বাংলার বিখ্যাত চলচ্চিত্রকার তরুণ মজুমদার আর নেই। গতকাল স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯১ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা। কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। তিন সপ্তাহ আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, চিকিৎসকরা কেবিনে পাঠানোর কথাও ভাবছিলেন। কিন্তু গত শনিবার রাত থেকে শুরু হয় শ্বাসকষ্ট। পরদিন দুপুর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে।
ভেন্টিলেশন থেকে আর ফিরতে পারলেন না তরুণ মজুমদার। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলেছেন, মাল্টি অরগান ফেইলিওর। কিডনি, হার্টসহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের প্রকট সমস্যা ছিল।

তরুণ মজুমদারের জন্ম ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার বগুড়ায় [বর্তমান বাংলাদেশ], ১৯৩১ সালের ৮ জানুয়ারি।

তাঁর পরিচালিত প্রথম ছবি ‘চাওয়া পাওয়া’। ১৯৫৯ সালে উত্তম কুমার, সূচিত্রা সেন ও তুলসী চক্রবর্তীকে নিয়ে তৈরি করেছিলেন ছবিটি। ২০১৮ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার বাড়ি’, একই বছরে নির্মাণ করেছিলেন তথ্যচিত্র ‘অধিকার’ও। ছয় দশকের ক্যারিয়ারে মোট ছবি বানিয়েছেন ৩৬টি।

১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম ভারতের জাতীয় পুরস্কার পান।

মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হন ১৯৯০ সালে। এ ছাড়া সাতবার বিএফজেএ পুরস্কার, পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার ও আনন্দলোক পুরস্কার পান। তরুণ মজুমদার তাঁর ২০টি চলচ্চিত্রে অভিনেত্রী সন্ধ্যা রায়কে এবং আটটি চলচ্চিত্রে তাপস পালকে নিয়েছিলেন। অভিনেত্রী সন্ধ্যা রায়কে বিয়েও করেছিলেন তিনি।

মৃত্যুর আগেই কলকাতার এসএসকেএম হাসপাতালে দেহদান করে গেছেন এই পরিচালক। কর্নিয়া দান করে গেছেন শঙ্কর নেত্রালয়ে। দেহদানের আগে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল দীর্ঘদিনের কর্মস্থল ‘এনটিওয়ান স্টুডিও’তে, এ সময়ে তাঁর বুকের ওপর রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। সবটাই করা হয়েছে তরুণ মজুমদারের ‘শেষ ইচ্ছা’ অনুযায়ী।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?

দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকে কথা বলেছেন। বিদ্যা বালানের মতে, কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।

বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

অনুষ্ঠানে হাজির হবেন বলিউডের জনপ্রিয় সব তারকা।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

শিল্প পুনরুদ্ধার

শেয়ার
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্টরিটার্ন দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

মন্তব্য

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

শেয়ার
আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ওহে শ্যাম, প্রেমের বাক্সর মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। আবার হঠাৎ বৃষ্টি নামের ছবিতে একটা গল্প শিরোনামের গানটি ব্যবহৃত হবে।

২১ জুলাই ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। ইমন সাহা বলেন, খুব মিষ্টি একটা সুরের গান। ইমরান ও কণা আমার প্রিয় দুই শিল্পী। তাদের সঙ্গে আগেও অনেক গান করেছি।
বেশির ভাগ গান শ্রোতারা পছন্দ করেছেন। এবারও গানটি সবার ভালো লাগবে।

কণা বলেন, ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

এবারও তাই হয়েছে। গানটি খুব মিষ্টি সুরের। আমি আর ইমরান বেশ মজা করেই গেয়েছি। আবার হঠাৎ বৃষ্টি ছবিটি বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবির রিমেক। এবার ছবিটি নির্মাণের তত্ত্বাবধানে আছেন ছট্কু আহমেদ ও তাজু কামরুল।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

জাস্টিস অন ট্রায়াল

শেয়ার
জাস্টিস অন ট্রায়াল
‘জাস্টিস অন ট্রায়াল’ সিরিজের দৃশ্য

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ জাস্টিস অন ট্রায়াল। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ