জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ ছবি দুটি দারুণ সফলতা পায়। মাহিয়া মাহিও রাতারাতি ‘অগ্নিকন্যা’ খ্যাতি পেয়ে যান। ২০১৫ সালে ‘অগ্নি ২’ মুক্তির দীর্ঘ সাত বছর পর ‘অগ্নি ৩’ নির্মাণের ঘোষণা দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এর মধ্যে গল্প চূড়ান্ত করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ‘অগ্নি ৩’ না করা নিয়ে কিছুই জানেন না পূজা চেরি। তিনি বলেন, “এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কারো সঙ্গে আমার কথা হয়নি। কথা হলে কী কারণে আমি ছবিতে থাকছি না সেটা পরিষ্কার করতে পারতাম। তা ছাড়া আমি এই প্রডাকশনের নির্মিতব্য ‘মাসুদ রানা’ ছবিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেছি। আমার সাহসিকতা নিয়ে জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে প্রশংসা করেছিল। একটি দৃশ্য করতে গিয়ে তো মরণের হাত থেকে বেঁচে ফিরেছি! যাহোক, একটি ছবির শিল্পী কে হবেন, কলাকুশলী কারা থাকবেন—সেটা নির্ধারণ করবেন প্রযোজক ও পরিচালক। তাঁরা যেটা মনে করেন সেটাই করবেন। আমার এখানে বলার কিছু নেই। ”
উল্লেখ্য, ‘অগ্নি ৩’ ছবিতে বলিউডের একজন অভিনেতা থাকবেন বলে জানান আজিজ। আর খলনায়ক হিসেবে জিয়াউল রোশানকে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।