নাটক ‘আম্মাজান’-এ মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয়
* এবার ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। জামাল মল্লিকের ‘চেহারা’ নাটকে মনোজ প্রামাণিকের সঙ্গে দেখা যাবে তাঁকে। প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন তাঁরা।
* কাজী হায়াতের চলচ্চিত্র ‘আম্মাজান’-এ মা ও ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম ও মান্না।
বিজ্ঞাপন
* মুক্তির আগেই শাহরুখ খানের নতুন তিন ছবির ডিজিটাল রাইটস বিক্রি হয়ে গেছে। ‘পাঠান’-এর স্বত্ব কিনেছে আমাজন প্রাইম, ১৫০ কোটি রুপিতে। ১৭০ কোটি রুপিতে ‘জওয়ান’ কিনে নিয়েছে নেটফ্লিক্স এবং ১৫০ কোটি রুপিতে ‘ডানকি’। তবে তিনটি ছবির কোনোটিই সরাসরি ওটিটিতে মুক্তি পাবে না। হলে মুক্তির নির্দিষ্ট সময় পরেই শুধু ছবিগুলো ওটিটিতে দেখা যাবে হবে।