kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

অন্তর্জাল

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল

বাংলায় ইরানি ছবি

লাইফ অ্যাগেইন

চরকিতে আজ বাংলায় মুক্তি পাবে রেজা ফাহিমি পরিচালিত ইরানের ছবি ‘লাইফ অ্যাগেইন’ (২০১৮)।   সিনেমাটি বাংলায় ডাবিং হয়ে ৩০ জুন মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফরম চরকিতে। ৭৬ মিনিটের ছবিটিতে অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দাম প্রমুখ।

আসলান ও রেহান দাম্পত্য জীবনের অনেকটা সময় একসঙ্গে পার করে এসেছে।

বিজ্ঞাপন

একমাত্র সন্তানও প্রবাসী। দুজনের মধ্যে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চায় একটা বৃদ্ধাশ্রমে যেতে। কিন্তু রেহান বিষয়টা মেনে নিতে পারে না। যদিও পরে তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়।সাতদিনের সেরা