kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

বদলে গেল ‘মিশন এক্সট্রিম ২’-এর নাম

নতুন নাম ‘ব্ল্যাক ওয়ার’

রংবেরং প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন নাম ‘ব্ল্যাক ওয়ার’

প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল গত বছর ৩ ডিসেম্বর। এবার ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে যাচ্ছে। তবে বদলে গেছে নাম, নতুন নাম রাখা হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। গতকাল সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার।

বিজ্ঞাপন

পোস্টারে আছেন ছবির নায়ক আরিফিন শুভ।

পরিচালক সানী সানোয়ার বলেন, “শুরুতে আমরা ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২’ নামে দুটি কিস্তির ঘোষণা দিয়েছিলাম। এর মধ্যে ‘মিশন এক্সট্রিম’ মুক্তিও দিয়েছি। এখন মনে হয়েছে ‘মিশন এক্সট্রিম ২’ নাম না দিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ নামটি দিলে ভালো হবে। কারণ ছবির এই পর্বের গল্প আরো বেশি মারপিটের, আরো বেশি উত্তেজনাকর। ”

‘ব্ল্যাক ওয়ার’ ছবির চূড়ান্ত সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজ চলছে এখন। সেটি শেষ হতে আরো দুই সপ্তাহ লাগবে। সানী সানোয়ার বলেন, ‘কোরবানির ঈদের পরপরই আমি ছবিটি মুক্তি দিতে চাই। অনেকেই মুখিয়ে আছে ছবিটির শেষ পর্ব দেখার জন্য। তবে এখনই এটাকে শেষ পর্ব বলতে চাই না। দর্শক যদি এই পর্বটি গ্রহণ করে তাহলে কিস্তিসংখ্যা বাড়ানোর ইচ্ছা রয়েছে। ’সাতদিনের সেরা