১৯৮৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলচ্চিত্র নিষিদ্ধ ছিল সৌদি আরবে। ২০১৮ সালে চলচ্চিত্রের ওপর ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে দেন যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। অত্যাধুনিক সিনেমা হল চালু করে দেশটির সরকার। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি চলচ্চিত্রশিল্পে নতুন পথে হাঁটতে শুরু করে।
নিজ দেশের চলচ্চিত্র নির্মাণে ৪০ শতাংশ অর্থ দেবে সৌদি সরকার
রংবেরং ডেস্ক

সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল ইয়াফ বলেন, ‘সৌদি আরবের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও এখানকার মানুষের গল্প পর্দায় তুলে আনলে সেসব সিনেমা নির্মাণ ব্যয়ের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ফেরত পাবেন প্রযোজকরা।
কমিশন বলছে, গত ১৮ মাসে তিনটি হলিউড ছবি, আটটি স্থানীয় সংস্কৃতির ছবি ও বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মিত হয়েছে সেখানে। তরুণ পরিচালক ও প্রযোজকদের নিয়ে সৌদি আরবের চলচ্চিত্রশিল্প মধ্যপ্রাচ্যে দ্রুতগতিতে এগোচ্ছে। আন্তর্জাতিক পরিসরে এটি লাভজনক ব্যবসার সুযোগ তৈরি করছে। চলচ্চিত্র নির্মাণের আবেদনের জন্য একটি ডেডিকেটেড অনলাইন প্লাটফরম এরই মধ্যে চালু করা হয়েছে।
আব্দুল্লাহ আল ইয়াফ আরো বলেন, ‘সৌদি আরবের চলচ্চিত্রশিল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে আমরা স্থানীয় কলাকুশলীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অবকাঠামোগত উন্নয়নেও বিনিয়োগ করছি। এই শিল্পকে এগিয়ে নিতে আমরা সব ধরনের চলচ্চিত্রকেই সমর্থন দেব।’
গত বছর ডিসেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘রেড সি ফিল্ম ফেস্টিভাল’।
তথ্য সূত্র : সৌদি গেজেট
সম্পর্কিত খবর

আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্তর্জাল
বীর দাস—ফুল ভলিউম

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

চলচ্চিত্র
এই ঘর এই সংসার

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

টিভি হাইলাইটস
বড় ভাই

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।